স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল গুহের মৃত্যুতে স্থানীয় সরকার মন্ত্রীর শোক

প্রকাশিতঃ 2:09 pm | June 29, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

বুধবার (২৯ জুন) মন্ত্রী এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

প্রসঙ্গত, নির্মল রঞ্জন গুহ আজ সকালে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি এমাসের ১৬ তারিখ থেকে ঐ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

কালের আলো/বিএস/এমএম

Print Friendly, PDF & Email