বন্যার্তদের মাঝে বিজিবি’র ত্রাণসামগ্রী বিতরণ অব্যাহত
প্রকাশিতঃ 6:42 pm | June 25, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশের বিভিন্ন স্থানে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় জনগোষ্ঠীর মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম জানান, শনিবার (২৫ জুন) বিজিবি’র সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)-এর তত্বাবধানে সুনামগঞ্জ সদর উপজেলার ডুলুরা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
এছাড়া সুনামগঞ্জ ব্যাটালিয়নের ব্যবস্থাপনায় বিজিবি ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস)’-এর শাখা সীপকস, সরাইল-এর সকল উপশাখা সীপকস পক্ষ থেকে দোয়ারাবাজার উপজেলার মান্নারগাঁও ইউনিয়ন আশ্রয়কেন্দ্রে বন্যাদুর্গত ২০০টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী হিসেবে চাল, ডাল, আটা, তৈল, চিনি এবং নগদ ১,০০০/- (এক হাজার) টাকা করে বিতরণ করা হয়েছে।
অপরদিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)-এর তত্বাবধানে অত্র ব্যাটালিয়নের অধীনস্থ সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের বন্যাদুর্গত সীমান্তবর্তী লাফার্জ বিওপি’র গিলাতলী নামক স্থানে ১০টি অসহায় পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, সাম্প্রতিক বন্যা শুরু হওয়ার পর থেকেই দেশের বিভিন্ন প্রান্তে সীমান্তবর্তী বন্যাকবলিত অসহায় প্রান্তিক জনগণের পাশে দাঁড়িয়েছে বিজিবি। সিলেট ও সুনামগঞ্জ ছাড়াও লালমনিরহাট, কুড়িগ্রাম, শেরপুর, জামালপুর, নেত্রকোনা সহ বন্যাকবলিত বিভিন্ন স্থানে বিজিবি বন্যার্তদের সহায়তায় কাজ করে যাচ্ছে। এ লক্ষ্যে বিজিবি বন্যায় ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ০১৭৬৯৬০০৫৫৫ এবং ০১৮৮৯৬০০৫৫৫ দুটি টোল ফ্রি নম্বর চালু করেছে।
কালের আলো/এসবি/এমএম