রাঙামাটিতে বাবা-ছেলেসহ ৩ জনকে গুলি করে হত্যা

প্রকাশিতঃ 5:52 pm | June 22, 2022

কালের আলো প্রতিবেদক:

রাঙামাটির বিলাইছড়ি উপজেলার দুর্গম বড়থলি ইউনিয়নে দুর্বৃত্তের গুলিতে বাবা-ছেলেসহ তিন জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) সন্ধ্যায় উপজেলার সীমান্তবর্তী বড়থলি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সাইজামপাড়ায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আতোমং মারমা।

নিহতরা হলেন বিশচন্দ্র ত্রিপুরা ও তার ছেলে সুভাস ত্রিপুরা এবং ধনরা ত্রিপুরা।

আতোমং মারমা, দুর্গম এই পাড়ায় ত্রিপুরা সম্প্রদায়ের তিনটি পরিবার থাকে। মঙ্গলবার সন্ধ্যায় কুকি চীন পার্টি তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন গুলিবিদ্ধ হয়ে নিহত হন।

এ বিষয়ে রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মাহমুদা বেগম বলেন, হতাহতের ঘটনা শুনেছি। এলাকাটি দুর্গম। সেখানে পৌঁছানো কঠিন। এ বিষয়ে তদন্ত চলছে।

কালের আলো/এমএইচ/এসবি