রুট পারমিটবিহীন গণপরিবহণকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না : আতিক

প্রকাশিতঃ 8:00 pm | June 21, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রুট পারমিটবিহীন গণপরিবহণকে পদ্মা সেতুতে উঠতে দেওয়া হবে না বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম।

মঙ্গলবার (২১ জুন) বাস ‍রুট রেশনালাইজেশন কমিটির ২৩তম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

মেয়র আতিক বলেন, ‘রুট পারমিটবিহীন গাড়ি পদ্মা সেতুতে গেলে গোটা ঢাকায় যানজট লেগে যাবে। যাদের ‍রুট পারমিট যেদিকের আছে, তারা সেদিক দিয়েই যাবে।’

শহরে গণপরিবহণের চাপ কমাতে ঢাকা দক্ষিণের আওতায় ভুলতা, কেরাণীগঞ্জ, কাঁচপুরে এবং ঢাকা উত্তরের আওতায় ভাটুলিয়া, হেমায়েতপুর ও ঘাটারচরে আলাদা বাস টার্মিনাল ও ডিপো হচ্ছে বলেও জানান তিনি।

ডিএনসিসি মেয়র আরও বলেন, ‘ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতায় ‍টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণ বা যা-ই লাগুক সেটা দক্ষিণ সিটিই করবে। তারা ডিপিপি তৈরি করবে এবং মন্ত্রণালয়ে জমা দেবে। কাঁচপুরে টার্মিনাল নির্মাণে জমি অধিগ্রহণের জন্য দক্ষিণ সিটি করপোরেশন সড়ক ও জনপথ মন্ত্রণালয়কে চিঠি দেবে। অপরদিকে, আমাদের উত্তর সিটির আওতায় টার্মিনাল নির্মাণে আমরাই ডিপিপি বানাবো।’

এ সময় মেয়র আতিক আরও জানান, ঢাকায় যেসব বাস রাস্তার ওপর দাঁড় করিয়ে রাখে, বিশেষ করে মিরপুর, গাবতলী ও মহাখালী বাসস্ট্যান্ডের পাশে, সেগুলোর বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

কালের আলো/এসবি/এমএম