সীতাকুণ্ডের ধ্বংসস্তূপ থেকে আরও ২ দেহাবশেষ উদ্ধার
প্রকাশিতঃ 3:27 pm | June 07, 2022

কালের আলো প্রতিবেদক:
চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএম ডিপো থেকে আরও দুই জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছে। এন মধ্যে একটি ফায়ার সার্ভিসকর্মীর বলে মনে করা হচ্ছে।
মঙ্গলবার (০৬ জুন) কুমিল্লা ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আখতারুজ্জামান সকালে মরদেহ দুটি উদ্ধারের কথা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘ডিপোর ধ্বংসস্তূপ সরানোর কাজ চলাকালে ফায়ার সার্ভিসকর্মীরা আরও দুটি পোড়া মরদেহের অংশবিশেষ উদ্ধার করেছে। পোশাক দেখে একটি মরদেহ ফায়ার সার্ভিসকর্মীর বলে মনে হচ্ছে। তবে, এ বিষয়ে আমরা এখনো নিশ্চিত নই।’
শনিবার রাত সাড়ে ৯টার দিকে সীতাকুণ্ডের বি এম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতের সংখ্যা জেলা প্রশাসনের পক্ষ থেকে ৪১ বলে জানানো হয়। এরপর আজ সকালে আরও দুটো মরদেহ উদ্ধার হলো। এ নিয়ে নিহতের সংখ্যা গিয়ে দাঁড়াল ৪৩ জনে।
কালের আলো/বিএস/এমএম