রাজধানীতে বাসচাপায় পুলিশ সদস্য নিহত
প্রকাশিতঃ 12:54 pm | June 06, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীতে বাসচাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। বাংলামোটর এলাকায় আজ
সোমবার (০৬ জুন) সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম কোরবান আলী। তিনি পুলিশ টেলিকম সেন্টারে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোটরসাইকেল চালিয়ে বাংলামোটরের দিকে যাওয়ার সময় দুর্ঘটনায় পড়েন কোরবান আলী। ওয়েলকাম পরিবহণের একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়।
হাতিরঝিল থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহাঙ্গীর আলম জানান, এরই মধ্যে লাশ ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
কালের আলো/ডিএসবি/এমএম