সিলেটে টিলা ধসে শিশুসহ একই পরিবারের ৪ জনের মৃত্যু
প্রকাশিতঃ 10:06 am | June 06, 2022

সিলেট প্রতিবেদক, কালের আলো:
সিলেটের জৈন্তাপুরে টিলাধসে ঘুমন্ত অবস্থায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে আরও ৬ জনকে।
সোমবার (৬ জুন) ভোর ৫টার দিকে উপজেলার চিকনাগুল ইউনিয়নের পূর্ব সাতজনি গ্রামে এই মর্মান্তিক এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জুবের আহমদ (৩৫), তার স্ত্রী সুমি বেগম (৩০), তাদের ৫ বছর বয়সী ছেলে সাফি আহমদ ও জুবের আহমদের মা শামীমারা বেগম (৫৮)।
জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর গাজী বলেন, অতিরিক্ত বৃষ্টিতে ঠাকুরির মাটি সাতজনি এলাকায় টিলা ধসে বসতঘরের ওপর পড়ে। এতে ওই ঘরে বসবাসরত একই পরিবারের চারজন ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে পুলিশ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। মৃতদের সুরতহালের কাজ চলছে। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহগুলো সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে।
jকালের আলো/এসবি/এমএম