প্রশ্ন যে করেছে, তার মাথায় কী আছে আমি জানি না : তামিম

প্রকাশিতঃ 3:24 pm | June 05, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

প্রায় ১৬ বছরের ক্যারিয়ার তামিম ইকবালের। দীর্ঘ এই ক্যারিয়ারের শুরু থেকে এখন পর্যন্ত ওপেনিং ব্যাটার হিসেবেই সার্ভিস দিয়ে যাচ্ছেন জাতীয় দলকে। তার সঙ্গে কত জনই এলো গেল, সে হিসেব করলে তামিমই একমাত্র ওপেনার যিনি তার জায়গা পাকাপোক্ত করেছেন।

দেশসেরা ওপেনারের খ্যাতিটাও পেয়েছেন এই বাঁহাতি ব্যাটার। তবে ক্যারিয়ারের শেষ দিকে এসে কি না শুনতে হচ্ছে, চারে ব্যাটিং করলেও দারুণ করবেন তামিম। শনিবার বাংলাদেশ দলের ব্যাটিং কোচ ওপেনার সংকট নিয়ে করা এক প্রশ্নের জবাবে বলেছেন, ‘ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করেনি বা ‘এ’ দলে কিংবা টাইগার্সে- এমন কাউকে স্রেফ ওপরে ঠেলে দিতে পারি না। এটাই চ্যালেঞ্জ আমাদের জন্য। তামিমকে চারে নামাতে হলে আরেকজন ভালো ওপেনার লাগবে। আমার মতে, চার নম্বরে সে ফ্যান্টাস্টিক হবে।’

সিডন্স আরও বলেন, ‘বেশির ভাগ দেশেই সিনিয়র ক্রিকেটাররা লম্বা সময় ওপেন করলেও নিচের দিকে ব্যাটিং করার সুযোগটা পায়। একটু নিচে নামতে পারলে তামিমেরও ভালো লাগবে বলে ধারণা আমার। তবে আগে তো আরেকজন ওপেনার খুঁজে বের করতে হবে।’

সিডন্সের এমন মন্তব্যকে তামিম ভালো কিংবা খারাপ কোনোটাই বলেননি তবে সিডন্সকে তার ব্যাটিং পজিশন নিয়ে প্রশ্নটা যে করেছিল তার ওপর কিছুটা বিরক্ত হয়েছেন।

রোববার একটি অনুষ্ঠানে তামিম বলেন, ‘আপনার কাছে কী মনে হয় আমার ব্যাটিং চার নম্বরে করা ভালো নাকি ওপেনিংয়ে? আমার কাছে মনে হয় প্রশ্নটা যে ব্যক্তি করেছে…আমি জানি না তার মাথার মধ্যে কী ছিল? নো আইডিয়া… কিন্তু প্রশ্নটা ছিল খুবই স্টুপিড আমার মনে হয়। আমার কাছে মনে হয় প্রশ্নটাই ঠিক হয়নি। আমাকে কেন চার নম্বরে ব্যাটিং করতে হবে? এর কোন কারণই তো আমি খুঁজে পাই না। যেখানে আমি ১৭ বছর ধরে ওপেনিংয়ে ব্যাটিং করে আসছি। শেষ পর্যন্ত তা করে যাব।’

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email