বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্ত্রী আর নেই

প্রকাশিতঃ 9:40 pm | November 21, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের স্ত্রী বেগম ফজিলাতুন্নেছা আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার রাত ৭টার দিকে ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

এর আগে গত ২৫ অক্টোবর নড়াইল শহরের কুড়িগ্রামের বাসায় অসুস্থ হয়ে পড়েন ফজিলাতুন্নেছা। এরপর অ্যাম্বুলেন্সযোগে ২৭ অক্টোবর তাকে বিজিবি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে সিএমএইচে নেয়া হয়।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের নাতি জামাই মুন্সী আসাদ রহমান বেগম ফজিলাতুন্নেছার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, ‘দীর্ঘদিন যাবৎ ফজিলাতুন্নেছা ডায়াবেটিকস ও কোমরের ব্যথায় ভুগছিলেন।’

মৃত্যুকালে তিনি মেয়ে-নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে বিভিন্ন মহলে শোকের ছায়া নেমে এসেছে।

কালের আলো/এনএম