দেড়শো ছাড়ালেন মুশফিক, ছুটছে বাংলাদেশ
প্রকাশিতঃ 12:02 pm | May 24, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
বাংলাদেশের পক্ষে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ দেড়শো রানের মালিক আগে থেকেই ছিলেন মুশফিকুর রহিম। চলতি মিরপুর টেস্টের আগেই তার নামের পাশে ছিল চারটি দেড়শো রানের ইনিংস। এবার সেটিকে পাঁচে উন্নীত করলেন টাইগারদের এ অভিজ্ঞতম ব্যাটার।
মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের দ্বিতীয় ঘণ্টায় দেড়শো রান পূরণ করেছেন মুশফিক। যা করতে তার লেগেছে ২৯১ বল। প্রায় সাড়ে সাত ঘণ্টার ইনিংসে ১৯টি চার মেরেছেন তিনি। মুশফিকের ব্যাটেই শুরুর ধাক্কা এড়িয়ে লড়ছে বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০০.২ ওভারে বাংলাদেশের সংগ্রহ ৭ উইকেটে ৩৩৪ রান। মুশফিক খেলছেন ১৫৬ রান নিয়ে। নয় নম্বরে নামা তাইজুল অপরাজিত ৮ রানে। এ জুটিতে এরই মধ্যে এসেছে ৩৮ রান।
এর আগে দিনের শুরুতে পেসার কাসুন রাজিথা ভালো লেংথের বলে স্বাগতিক দুই ব্যাটারকে বিপদে ফেলার চেষ্টা করেছিলেন। তার সাফল্য আসে ৯৩তম ওভারে। অফস্টাম্পের বাইরের বল খোঁচা মারতে গিয়ে দ্বিতীয় স্লিপে তালুবন্দি হন লিটন। কয়েকবার জীবন পাওয়া এই ব্যাটার অবশেষে ফিরলেন ২৪৬ বলে ১৪১ রান করে। তাতে ছিল ১৬টি চার ও ১টি ছয়ের মার।
দুই বল বিরতি দিয়ে মোসাদ্দেক হোসেনকেও তুলে নেন রাজিথা। তিন বছর পর টেস্ট খেলতে নামা এই অলরাউন্ডার সুযোগের সদ্ব্যবহার করতে পারলেন না। লিটনের মতো একই রকম ভঙ্গিতে খোঁচা মারতে গিয়ে গ্লাভসবন্দি হন শূন্য রানে।
টস জিতে ব্যাটিংয়ে নামার পর নিজেরাই নিজেদের বিপদে ফেলে বাংলাদেশ। শুরুতে বাংলাদেশকে কাঁপিয়ে দেয় লঙ্কান পেস বোলিং। ৪২ মিনিটে ৫ উইকেট হারানোর পর আর কোনও বিপদ ঘটতে দেয়নি লিটন-মুশফিকের গড়া দেয়াল। অবশ্য উইকেট যে এখনও ব্যাটিং সহায়ক তার বড় প্রমাণ এই দুজনের অবিচ্ছিন্ন জুটি। শুরুর ব্যাটাররা কৌশলী হতে পারেননি বলেই প্রথম সেশনটা হয়ে থাকে বাজে ব্যাটিংয়ের অনন্য নিদর্শন।
এখন পর্যন্ত লঙ্কানদের সেরা বোলার রাজিথা। নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। আসিথা নিয়েছেন দুটি।
কালের আলো/এসবি/এমএম