ভোলায় ঝড়ের কবলে পড়ে ৮ জেলেসহ ট্রলারডুবি

প্রকাশিতঃ 4:46 pm | May 21, 2022

কালের আলো প্রতিবেদক:

ভোলায় ঘণ্টাব্যাপী ঝড়ের কারণে মনপুরা উপজেলার লতার চর এলাকায় ৮ জেলেসহ একটি মাছ ধরার ট্রলার ডুবে গেছে। কোস্টগার্ডের মনপুরা ক্যাম্প অফিসার আলমগীর হোসেনের নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে জেলেদের উদ্ধার করেছে।

শনিবার (২১ মে) সকালে এ ঘটনা ঘটে।

ট্রলারটি ভেঙে ডুবে গেছে। অপরদিকে ধনিয়া তুলাতুলি এলাকায় একটি বালু ভর্তি ভলবো ডুবে গেছে।

এ বৃষ্টিতে অনেক স্থানে গাছপাল ভেঙে পড়েছে। মেঘনা নদী উত্তাল থাকায় দুপুর ১২টা পর্যন্ত ভোলা-লক্ষ্মীপুর ও ভোলা-ঢাকা রুটে লঞ্চ ছেড়ে যায়নি।

কালের আলো/এমএইচ/এসবি