ছাত্রলীগ সম্পাদক গোলাম রাব্বানীর অবস্থার অবনতি, আইসিইউতে স্থানান্তর

প্রকাশিতঃ 2:49 pm | November 20, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ডেঙ্গুজ্বরে আক্রান্ত ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর শারীরিক অবস্থার অবনতি হয়েছে। তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে (আইসিইউ) রাখা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে ছাত্রলীগের সাবেক তথ্যপ্রযুক্তি বিষয়ক উপ-সম্পাদক শফিকুল আলম রেজা কালের আলোকে জানান, সোমবার জ্বর হলে দুপুর ১২টায় স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীকে।

তিনি বলেন, আজ তার শারীরিক অবস্থার অবনতি হলে দুপুর ১২টায় আইসিইউতে নেয়া হয়।

রাব্বানী স্কয়ার হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ চিকিৎসক ডা. আলী হাসানের তত্ত্বাবধায়নে আছেন।

গোলাম রাব্বানীর বাবা এমএ রশিদ আজাদ ছেলের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গত ৩১ জুলাই গোলাম রাব্বানী ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব পান। তার সঙ্গে সভাপতি হন কুড়িগ্রামের রেজওয়ানুল হক চৌধুরী শোভন।

কালের আলো/এনএম