কান চলচ্চিত্র উৎসবে গেলেন অনন্ত-বর্ষা
প্রকাশিতঃ 11:38 am | May 17, 2022

শোবিজ ডেস্ক, কালের আলো:
১৯৪৬ সাল শুরু হওয়া কান চলচ্চিত্র উৎসবে এবার ৭৫তম আসরে বিশ্বের বিভিন্ন দেশের তারকাদের মেলা বসবে। ইতোমধ্যেই বিভিন্ন দেশ থেকে হাজির হয়েছেন নির্মাতা, অভিনয়শিল্পী, সাংবাদিক, প্রযোজক, তারকা এবং শুধুমাত্র চলচ্চিত্র ভক্তরা।
এ কথা সবারই জানা বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় উৎসব কান ফিল্ম ফেস্টিভ্যাল। আগামী ১৭ মে থেকে শুরু হচ্ছে উৎসবটির এবারের আসর। প্রতিবারের মতো এবারও ফ্রান্সের কান শহরে বসছে এই জমকালো আয়োজন।
এবারের আসরেও বাংলাদেশ থেকে সাংবাদিক, লেখক, অভিনয়শিল্পীরা ইতোমধ্যেই ফ্রান্সে অবস্থান করছেন।
ঠিক তেমনি বাংলাদেশের চিত্রনায়ক-ব্যবসায়ী অনন্ত জলিলও এবার কান উৎসবে যাচ্ছেন। স্ত্রী বর্ষাকে নিয়ে তিনি কানযাত্রা করছেন। রোববার (১৫ মে) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও বার্তার মাধ্যমে খবরটি দেন তিনি।
অনন্ত জলিল বলেন, আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন-দ্য ডে’ ও ‘নেত্রী-দ্য লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। আপনারা সবাই সিনেমা দেখবেন।
বর্ষা বলেন, আমরা দুজনই যাচ্ছি। ‘দিন-দ্য ডে’ নিয়ে আমাদের অনেক আশা। অনেক কিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।
কালের আলো/এমএইচ/আরবি