প্রথম দিনের খেলা শেষে যা বললেন ম্যাথিউস

প্রকাশিতঃ 7:46 pm | May 15, 2022

স্পোর্টস ডেস্ক, কালের আলো:

অতীতে একাধিকবার বাংলাদেশ সফরে এসেছেন অ্যাঞ্জোলো ম্যাথিউস। তবে এই প্রথম বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেলেন শ্রীলংকার সাবেক এই অধিনায়ক। তার সেঞ্চুরিতে ভর করেই চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে ৪ উইকেটে ২৫৮ রান করেছে শ্রীলংকা।

প্রথম দিনের খেলা শেষে ম্যাথিউস বলেন, এ ধরনের শান্ত উইকেটে প্রথম ইনিংসে বড় রান সংগ্রহ করা খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। আর স্কোর বড় করতে হলে আমাদের কোনো একজন ব্যাটসম্যানকে বড় স্কোর উপহার দিতে হবে।

তিনি আরও বলেন, বাংলাদেশের বোলারদের কাছ থেকে রান আদায় করে নিতে হলে উইকেটে পরিশ্রম করতে হবে। তারা খুব ভালো লাইন ও লেন্থ ঠিক রেখে বোলিং করেছে। যে কারণে আমাদের পক্ষে বড় স্কোর গড়া সহজ ছিল না।

চট্টগ্রামের উইকেট নিয়ে ম্যাথিউস বলেন, আসলে উইকেটে স্পিনারদের জন্য তেমন কিছু ছিল না। একটু একটু করে সুইং ধরা শুরু হয়। দিন যত যাবে উইকেট অবশ্যই ফেটে যাবে। তাই প্রথম ইনিংসের স্কোরটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

কালের আলো/এমএইচ/জেআর