করোনায় আক্রান্ত নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী
প্রকাশিতঃ 1:19 pm | May 14, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:
করোনায় আক্রান্ত হয়েছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন। শনিবার (১৪ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে তার কার্যালয়।
জাসিন্ডা তার অফিসিয়াল ইনস্টাগ্রামেও করোনায় আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন।
এতে বলা হয়, করোনার উপসর্গ দেখা দেওয়ায় টেস্ট করালে তার করোনা পজিটিভ শনাক্ত হয়। আগামী ২১ মে সকাল পর্যন্ত আইসোলেশনে থাকবেন জেসিন্ডা আরডার্ন।
এক বিবৃতিতে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী বলেন, চলতি সপ্তাহে পার্লামেন্টে দুটি গুরুত্বপূর্ণ অধিবেশন শুরু হবে। আমি হতাশ যে, কোনোটিতেই আমি থাকতে পারবো না।
উল্লেখ্য, গত ৮ মে জেসিন্ডা আরডার্নের প্রেমিক ও সঙ্গী ক্লার্ক গেফোর্ড করোনায় আক্রান্ত হন। তারপর থেকেই আইসোলেশনে থেকেও শেষ রক্ষা হলো না। সূত্র: রয়টার্স
কালের আলো/এমএইচ/এসবি