নেত্রকোণা বৃষ্টির পানি নিয়ে সংঘর্ষে নিহত ১, আহত ৭

প্রকাশিতঃ 4:53 pm | May 12, 2022

কালের আলো প্রতিবেদক:

নেত্রকোণার জেলার কেন্দুয়ায় উপজেলার নওপাড়া ইউনিয়নের দনাচাপুর গ্রামে সংর্ঘষে বাবুল দত্ত (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১২ মে) সকালে এ ঘটনাটি ঘটে। নিহত বাবুল দত্ত দনাচাপুর গ্রামে প্রভুদ দত্তের ছেলে। এ সময় আহত হয়েছেন সাগর দত্ত (২৫), তৃপ্তি রানী (৩৫), চায়না রানী দত্ত (৪০),রঞ্জিত দত্তসহ অন্তত ৭ জন।

কেন্দুয়া পুলিশ পরিদর্শক (তদন্ত) মীর মাহাবুবুর রহমান জানান, নিহত বাবুলের বাড়ির ওপর দিয়ে প্রতিবেশী সুবল দেবদের বাড়ির বৃষ্টির পানি যায়। এ নিয়ে বুধবার (১১ মে) দুই পক্ষের ঝগড়া হয়। এরই জের ধরে বৃহস্পতিবার (১২ মে) সকাল ৭টার দিকে আবার দুই পক্ষের সংঘর্ষে বাধে। এ সময় প্রতিপক্ষের বল্লমের আঘাতে বাবুল দত্ত গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিরা কেন্দুয়া ও অন্যান্য হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

কালের আলো/এমএইচ/এসবি

Print Friendly, PDF & Email