আবারও কমলো ডলারের বিপরীতে টাকার মান

প্রকাশিতঃ 2:08 pm | May 10, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

মার্কিন ডলারের বিপরীতে টাকার মান আবারো কমিয়েছে বাংলাদেশ ব্যাংক।

সোমবার (৯ মে) প্রতি মার্কিন ডলারের বিনিময়মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

চলতি বছরের জানুয়ারি মাসের শুরুতে ডলারের বিনিময়মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা করেছিল কেন্দ্রীয় ব্যাংক। ২৩ মার্চ তা আবার ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল। গত ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৪৫ পয়সা করা হয়েছিল।

ডলারের দাম বাড়িয়ে ও রিজার্ভ থেকে ডলার বিক্রি করে বাজার নিয়ন্ত্রণ করছে কেন্দ্রীয় ব্যাংক। তবে অর্থনীতিবিদরা বলছেন, ডলারের দাম চাহিদা ও জোগানের ওপর ছেড়ে দেওয়া উচিত।

এ ব্যাপারে ব্যাংকাররা বলছেন, ঈদের কারণে দেশে ভালো প্রবাসী আয় এসেছে। তবে আমদানি খরচ যে হারে বেড়েছে, প্রবাসী আয় ও রফতানি আয় দিয়ে সেই খরচ মেটানো যাচ্ছে না। ফলে ডলার নিয়ে দেশের মুদ্রাবাজারে এখন অস্থিরতা বিরাজ করছে।

কালের আলো/বিএম/ডিএবি