এক নজরে সব খবর
প্রকাশিতঃ 9:59 pm | May 09, 2022

ডেস্ক রিপোর্ট, কালের আলো:
১. ভোজ্যতেলের দাম নিয়ে ডিলার ও খুচরা ব্যবসায়ীরা বিশ্বাসঘাতকতা করেছেন বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
২. রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ড. ওয়াজেদ মিয়া তার কর্মের জন্য শুধু আমাদের কাছে নন, ভবিষ্যৎ প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস হিসেবে বেঁচে থাকবেন।
৩. দেশবরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী ড. এম এ ওয়াজেদ মিয়ার ১৩তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৯ সালের ৯ মে মারা যান তিনি।
৪. লক্ষ্মীপুরে নিখোঁজ হওয়ার ৩২ ঘণ্টা পর সেই ৪ কিশোরীকে অবশেষে উদ্ধার করেছে পুলিশ। রোববার (৮ মে) রাত ৯টার দিকে জেলা পুলিশ সুপার কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি জানান পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান।
৫. ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের নিয়োগ সংক্রান্ত অনুষ্ঠিতব্য সব মাঠ পরীক্ষা স্থগিত করা হয়েছে।
৬. পরিমনি মা হচ্ছেন খবরটি ছিল ১০ জানুয়ারির। সেদিন অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ের খবরও জানিয়েছেন। মা হওয়ার সময়টাতে কোনো রকম ঝুঁকি নিতে চান না। তাই অনেকদিন ধরে শুটিং থেকেও বিরত আছেন।
৭. চতুর্থ দফায় সাক্ষ্যগ্রহণের জন্য হেফাজতে ইসলামের সাবেক যুগ্ম মহাসচিব মামুনুল হককে নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে। সোমবার (৯ মে) সকালে আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) রকিব উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
৮. ডেল্টা প্ল্যান ২১০০ বাস্তবায়নে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
৯. ইউক্রেনের পূর্বাঞ্চলে অবস্থিত একটি স্কুলে চালানো রাশিয়ার সামরিক বাহিনীর বোমা হামলায় ৬০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
১০. নিজেদের এগারোতম ম্যাচে চতুর্থ জয়ের দেখা পেলো এবারের আইপিএলে ধুঁকতে থাকা চেন্নাই সুপার কিংস। দিল্লি ক্যাপিটালসকে ৯১ রানে হারিয়েছে মাহিন্দ্রা সিং ধোনির দল। এ নিয়ে এবারের আইপিএলে ধোনির নেতৃত্বে তৃতীয় ম্যাচে দ্বিতীয় জয় পেলো চেন্নাই। ৪৯ বলে সাতটি চার ও পাঁচ ছক্কার মারে ৮৭ রানের দুর্দান্ত এক ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন চেন্নাইয়ের ওপেনার ডেভন কনওয়ে।
১১. সময়সীমা বাড়ানো হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার ফরম পূরণের। নতুন ঘোষণা অনুযায়ী, সোমবার থেকে ১৬ মে পর্যন্ত শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন। অনলাইনে ১৭ মে পর্যন্ত ফরম পূরণের ফি জমা দেওয়া যাবে।
১২. দেশে ২৪ ঘণ্টায় ৩০ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জনে। শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।
১৩. গণবিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। গত শুক্রবার (৬ মে) প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের অনুরোধে তিনি পদত্যাগে রাজি হন।
১৪. রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ‘পশ্চিমারা রাশিয়ার কথা শুনতে চায়নি। তাদের অন্য পরিকল্পনা ছিল। ক্রিমিয়াসহ আমাদের ভূমিতে আগ্রাসন চালানোর প্রস্তুতি নিচ্ছিল তারা।’ ৭৭তম বিজয় দিবসের ভাষণে এ কথা বলেছেন পুতিন। সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে সোমবার (০৯ মে) এমনটি জানানো হয়।
১৫. ঘরের মাঠে টেস্ট সিরিজে বাংলাদেশকে স্রেফ গুঁড়িয়ে দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকান স্পিনার কেশভ মহারাজ। এই স্পিনারের জাদুকরি বোলিংয়ে প্রোটিয়ায় বাংলাদেশ দুই ম্যাচের টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জায় পড়ে।
১৬. তথ্যমন্ত্রী ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, বিশিষ্ট পরমাণুবিজ্ঞানী মরহুম ড. ওয়াজেদ মিয়াকে নিরহংকার, প্রচারবিমুখ, অনুকরণীয় প্রাণের দৃষ্টান্ত।
১৭. জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ড. এম এ ওয়াজেদ মিয়া অত্যন্ত সৎ ও কঠিন ব্যক্তিত্বের অধিকারী ছিলেন। আত্মমর্যাদায় বলীয়ান হয়ে মেধা ও দক্ষতা দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্র পর্যন্ত তিনি নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছিলেন। বর্তমান প্রজন্মের কাছে ড. এম এ ওয়াজেদ মিয়ার জীবন ও কর্ম অনুকরণীয়।
১৮. বাংলাদেশে মার্কিন ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।
১৯. দেশের ভেন্যু তো বটেই হাজার মাইল দূরের দেশেও বাংলাদেশের খেলা থাকলেই গ্যালারির গুরুত্বপূর্ণ এক অনুসঙ্গ ফাহিমুল হক মিলন। বেঙ্গল টাইগারের সাজে লাল-সবুজের পতাকা উঁচিয়ে অবিরত উৎসাহ জোগান ‘টিম টাইগার’কে। সারাক্ষণ উজ্জীবিত রাখেন দর্শকদেরও। ছুটে বেড়ান এদেশ-ওদেশে। নিজের নামের পাশে যুতসই হয়ে উঠেছে ‘টাইগার’ শব্দটি। মাঠের মানুষদের কাছে পরিচিত ‘টাইগার মিলন’ নামেই।
কালের আলো/এমএইচ/এমবি