বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করলেন ইইডির নতুন প্রধান প্রকৌশলী
প্রকাশিতঃ 11:22 pm | May 08, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেছেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) নতুন প্রধান প্রকৌশলী শাহ নইমুল কাদের।
রোববার (৮ মে) বিকেলে তার নেতৃত্বে অধিদপ্তরটির প্রকৌশলী ও কর্মকর্তা-কর্মচারীরা বিনম্র শ্রদ্ধাঞ্জলী অর্পণ করেন।
এ সময় ইইডির তত্ত্বাবধায়ক প্রকৌশলী, নির্বাহী প্রকৌশলী, পরিচালক (প্রশাসন ও অর্থ), উপপরিচালক (প্রশাসন), ডিপ্লোমা প্রকৌশল সমিতিসহ বিভিন্ন সার্ভিস এসোসিয়েশনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। শ্রদ্ধার্ঘ্য অর্পণ শেষে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের এবং দেশ ও জাতির সার্বিক মঙ্গল কামনায় ফাতেহা পাঠ ও মোনাজাত করা হয়।
এর আগে রাষ্ট্রপতির আদেশে গত বৃহস্পতিবার (২৮ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব (উন্নয়ন-৩) আব্দুল্লাহ আল মাসউদের সই করা এক প্রজ্ঞাপনে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের (ইইডি) প্রধান প্রকৌশলীর রুটিন দায়িত্ব দেওয়া হয় শাহ্ নইমুল কাদেরকে। তিনি জ্যেষ্ঠ তত্ত্বাবধায়ক প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই আদেশে তাকে অতিরিক্ত প্রধান প্রকৌশলীর দায়িত্বও দেওয়া হয় সেদিন।
কালের আলো/বিএসবি/এমএইচএ