দেশে ফিরলেন হাজী সেলিম
প্রকাশিতঃ 3:15 pm | May 05, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
দেশে ফিরেছেন আওয়ামী লীগের সংসদ সদস্য হাজী সেলিম। বৃহস্পতিবার (০৫ মে) দুপুর সোয়া ১২টার দিকে থাই এয়ারওয়েজের টিজি-৩২১ ফ্লাইটে তিনি দেশে ফেরেন।
হাজী সেলিমের একান্ত সচিব মহিউদ্দিন মাহমুদ বেলাল সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
বিমানবন্দরে তাকে রিসিভ করতে তার ব্যক্তিগত গাড়িচালক ও মদীনা গ্রুপের কর্মচারীরা এসেছিলেন।
এর আগে হাজী সেলিম দুর্নীতির মামলায় ১০ বছরের দণ্ডপ্রাপ্ত আসামি। এ দণ্ড মাথায় নিয়েই গত শনিবার বিদেশে যান তিনি।
কালের আলো/বিএস/এমএম