ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকেই নির্বাচন করতে চান ডা: জাহিদ

প্রকাশিতঃ 3:52 pm | November 18, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো :
মর্যাদাপূর্ণ ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান সম্মিলিত পেশাজীবী পরিষদের মহাসচিব ও ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) মহাসচিব ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিলে আমি ময়মনসিংহ-৪ (সদর) আসন থেকেই নির্বাচন করবো। দলের সর্বোচ্চ নেতৃত্ব এখান থেকে নির্বাচন করতেই আমাকে গ্রীণ সিগন্যাল দিয়েছে।’

রোববার (১৮ নভেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে মনোনয়নের সাক্ষাৎকার দিয়ে কালের আলো’র এক প্রশ্নের জবাবে এই কথা বলেন তিনি।

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ ও ময়মনসিংহ-৪ আসন থেকে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বিএনপিপন্থি এই পেশাজীবী নেতা।

কালের আলোকে ডা. জাহিদ বলেন, যাকেই ধানের শীষ দেওয়া হোক বিজয়ী করা হবে। আমরা ব্যক্তি নয়, ধানের শীষের পক্ষে কাজ করি এবং করবো।

দিনাজপুর-৬ আসন থেকে মনোনয়নপত্র কিনে সাক্ষাতকারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে কথা হয়েছে বলে জানান ডা. জাহিদ। তিনি জানান, নেতার সঙ্গে শুধু কুশল বিনিময় হয়েছে।

‘এছাড়া মনোনয়ন বোর্ডের স্থায়ী কমিটির সদস্যরা জানতে চান আমি কেন মনোনয়ন চাই। আমি বলেছি দিনাজপুর জিয়াউর রহমানের আমল থেকে ধানের শীষের আসন। সেখানে যিনি-ই ধানের শীষের প্রতীকে প্রার্থী হন, তিনিই বিজয়ী হবেন।’

তবে কী আপনি ময়মনসিংহ-৪ (সদর) আসনের পরিবর্তে দিনাজপুর-৬ আসন থেকেই প্রার্থী হবেন এমন প্রশ্নের জবাবে ডা: জাহিদ বলেন, আমার পছন্দ ময়মনসিংহ-৪ (সদর)। দলের সর্বোচ্চ নেতৃত্বও আমাকে এই আসনে প্রার্থী হতে সবুজ সংকেত দিয়েছে। আমি এখানে প্রার্থী হলে আসনটি দলের সর্বোচ্চ নেতৃত্বকে উপহার দিতে সক্ষম হবো।’

কালের আলো/ওএইচ/এএ