উৎসব আনন্দে উদযাপিত হচ্ছে ঈদুল ফিতর

প্রকাশিতঃ 6:12 pm | May 03, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

এক মাস সিয়াম সাধনার পর ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে দেশব্যাপী পবিত্র ঈদুল ফিতর উদযাপন করা হচ্ছে।

তবে সকাল থেকে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হওয়ায় সেই আনন্দে কিছুটা ভাটা পড়েছে। দেশের অধিকাংশ এলাকায়ই ঈদ জামাতের সময় বৃষ্টি হয়েছে। ফলে মসজিদেই পড়তে হয়েছে ঈদের নামাজ। তবে রাজধানী ঢাকায় প্রধান জামাতগুলো শেষ হওয়ার পর বৃষ্টি শুরু হয়।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বঙ্গভবনের দরবার হলে তার পরিবারের সদস্য ও কর্মকর্তাদের নিয়ে ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।

করোনা পরিস্থিতির কারণে দুই বছর পর জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা। নামাজ শুরুর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জাতীয় ঈদগাহ ময়দান। এর আগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টায় অনুষ্ঠিত প্রথম জামাতে ইমামতি করেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান।

ঈদের দিন বেশিরভাগ মানুষ নতুন পোশাক পড়েছেন। সাধ্য অনুযায়ী ঘরে ঘরে খাবার রান্না হয়েছে। ছোটরা ঈদ সালামির জন্য বড়দের কাছে যাচ্ছে। আর গ্রামে গ্রামে বসেছে মেলা। সেই মেলায় মাটির তৈরি বিভিন্ন সামগ্রীসহ নানা ধরনের খেলনা, বাঁশি, ঘর সাজানোর সামগ্রী, বিভিন্ন ধরনের মিষ্টান্ন বিক্রি হচ্ছে। শিশুদের হাতে হাতে রঙিন বেলুন। নাগরদোলায় দুলে কেউ কেউ আনন্দ উপভোগ করছে।

ঈদের ছুটিতে ঢাকা ছেড়ে গ্রামের বাড়ি গেছেন অসংখ্য মানুষ। তাই ঢাকার রাস্তাঘাট এখন ফাঁকা। ফাঁকা ঢাকায় বইছে নির্মল বাতাস।

কালের আলোর পক্ষ থেকে আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা ও ঈদ মোবারক।

কালের আলো/বিএম/এসবি

Print Friendly, PDF & Email