‘নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস’

প্রকাশিতঃ 3:13 pm | November 16, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

নির্বাচন বানচাল করতে আগুন সন্ত্রাস বিএনপির পুরনো অভ্যাস মন্তব্য করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি আগুন সন্ত্রাস করেছে। এর মাধ্যমে তারা নির্বাচন নিয়ে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি করতে চায়।

আজ শুক্রবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সড়ক বাজার এলাকায় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

আইনমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে মানুষ খুব উৎফুল্ল। আওয়ামী লীগ এমন কোনো পরিবেশ সৃষ্টি করে না যাতে মানুষের মনে আতঙ্ক তৈরি হয়।

এ সময় মন্ত্রীর সঙ্গে আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক জয়নাল আবেদিন ও পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এনএম