নানা আয়োজনে সাইকেল লেন দিবস পালিত
প্রকাশিতঃ 10:05 pm | April 03, 2022

কালের আলো প্রতিবেদক:
যথাযথ মর্যাদায় ঢাকায় বাংলাদেশে সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের উদ্যোগে ‘ফ্রেস একাদশ সাইকেল লেন দিবস’ উদযাপিত হয়েছে।
শুক্রবার (০১ এপ্রিল) লালামাটিয়া আড়ংমাঠ প্রাঙ্গণে সাইক্লিস্টদের নিরাপদ চলা ও অধিকার রক্ষার্থে দিবসের নানা আয়োজন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বাংলাদেশে সাইকেল লেন বাস্তবায়ন পরিষদের সভাপতি মোঃ আমিনুল ইসলাম টুববুসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শিল্প মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত, মেঘনা গ্রুপের ব্র্যান্ড ম্যানেজার মুনতাসীর মামুন, সাবেক ফুটবলার কায়সার হামিদ, বাংলাদেশ বুক ক্লাবের সভাপতি লেখক ও গবেষক আর.কিভিস্ট আল আমিন বিন, বিডি ক্লিক এর সাধারণ সম্পাদক আরিফ আহমেদ, পরিবেশ আন্দোল মঞ্চের সভাপতি আমির হোসেন মাসুদ, আয়োজক কমিটির আহ্বায়ক দিদার হোসেন পাটোয়ারী প্রমুখ।

আয়োজকরা জানিয়েছেন, একাদশ সাইকেল লেন দিবসে দেশের পরিবেশ, সুস্বাস্থ্য রক্ষায় জাতীয় ও আন্তর্জাতিক পরিমন্ডলে সাইক্লিং বিশেষ অবদান রাখায় মুক্তিযুদ্ধ চেতনা কে সামনে রেখে ‘ওরা এগারো’ সম্মাননা প্রদান করা হয়।
সাইকেল লেন দিবসের অনুষ্ঠানে বিভিন্ন জেলায় হতে চারশত সাইক্লিস্ট উপস্থিতি ছিলেন। সাইকেল র্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান মাধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।
কালের আলো/এসবি/এমএম