আজও তীব্র যানজট রাজধানীতে

প্রকাশিতঃ 3:23 pm | April 04, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

রমজানের দ্বিতীয় দিনেও যানজটে অতিষ্ঠ নগর জীবন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে যানজটের পরিধিও। সকাল থেকেই অফিসগামী মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীদের অসহনীয় যানজটে ভুগতে হয়েছে। তবে সময়ের সঙ্গে যানজট ভোগান্তিও বাড়তে শুরু করেছে।

সোমবার (০৪ এপ্রিল) সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় যান চলাচল কিছুটা স্বাভাবিক ছিল। কিন্তু সকাল সাড়ে ৯টার পর হঠাৎ করে যানজটের সৃষ্টি হয়। যা এখনও রয়েছে।

রাজধানীর মালিবাগ, শান্তিনগর, রামপুরা, মেরুল বাড্ডা ও উত্তর বাড্ডা এলাকা ঘুরে যানজটের এ চিত্র দেখা যায়।

সকাল থেকেই রাজধানীর শাহবাগ, বাংলামোটর, ফার্মগেট ও পান্থপথ এলাকা হয়ে নিউমার্কেট পর্যন্ত ব্যাপক যানজট রয়েছে। ওইসব এলাকায় যানজটের কারণে নগরবাসীকে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সকাল থেকেই।

দীর্ঘ যানজটে অনেকে পায়ে হেটে যাত্রা করেন তাদের গন্তব্যে। যাত্রীদের অভিযোগ সড়কে চালকরা নিয়মশৃঙ্খলা না মানায় যানজট পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। যানজট মোকাবিলায় হিমশিম খেতে হচ্ছে ট্রাফিক পুলিশের কর্মকর্তাদেরও।

রোজার সময় সরকারি অফিস ও শিক্ষা প্রতিষ্ঠান প্রায় একই সময় শুরু হওয়ায় সড়কে যানবাহনের চাপ বেশি বলে জানান তারা।

গত কিছুদিন ধরেই যানজটে নাকাল রাজধানীর বাসিন্দারা। সকাল, দুপুর কিংবা রাত- সবসময়ই যানজট। পুরো রাজধানীজুড়েই এ অবস্থা।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email