আটমাসের হিসেবে সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে মার্চে
প্রকাশিতঃ 11:00 am | April 04, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
সদ্য বিদায়ী মার্চ মাসে প্রবাসীরা দেশে রেমিট্যান্স পাঠিয়েছের ১৮৬ কোটি মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় (১ ডলার ৮৬ টাকা ধরে) এর পরিমাণ ১৫ হাজার ৯৯৬ কোটি টাকা। গত আট মাসের মধ্যে মার্চেই এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স এলো দেশে।
বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রবাসীরা পাঠিয়েছেন ১৪৯ কোটি ডলার, যা মার্চ মাসের চেয়ে ৩৭ কোটি ডলার কম। গত বছরের জুলাই মাসে প্রবাসীরা ১ দশমিক ৮৭ বিলিয়ন ডলার দেশে পাঠিয়েছেন।
বৈধপথে রেমিট্যান্স পাঠাতে প্রবাসীদের উৎসাহী করতে সরকার প্রণোদনার পরিমাণ দুই শতাংশ থেকে বাড়িয়ে দুই দশমিক পাঁচ শতাংশ করেছে। ২০২০ সালের মার্চে করোনা মহামারি শুরুর পর টানা এক বছরেরও বেশি সময় বৈধপথে রেমিট্যান্স বেড়েছিল।
তবে গত ছয়মাস সেই ধারার পতন হলেও আবারও রোজার ঈদকে সামনে রেখে প্রবাসীরা বৈধপথে রেমিট্যান্স পাঠাতে শুরু করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা।
কালের আলো/এমএইচ/জেআর