নানা আয়োজনে বিইউপিতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
প্রকাশিতঃ 8:47 pm | March 26, 2022

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
যথাযত মর্যাদা ও নানা আয়োজনে স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
শনিবার (২৬ মার্চ) মিরপুর সেনানিবাসস্থ বিইউপি’র ক্যাম্পাসে বিইউপি কালচারাল ফোরামের উদ্যোগে যথাযত মর্যাদায় দিবসটি উদযাপন করা হয়। দিবসটির গুরুত্ব ও সচেতনতা আগামী প্রজন্মের কাছে যথাযথভাবে সঞ্চারণের লক্ষ্যে দিবসটি পালন করা হয়। দিবসের কর্মসূচির মধ্যে ছিলো বিইউপির ভবনসমূহে আলোকসজ্জা, আলোচনাসভা এবং প্রামাণ্য চিত্র প্রদর্শনী ইত্যাদি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য মেজর জেনারেল মোঃ মোশফেকুর রহমান এবং মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার মোকাদ্দেম হোসেন ।
এছাড়া অনুষ্ঠানে বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তা, শিক্ষক এবং শিক্ষার্থীরা সরাসরি এবং ভার্চুয়াল প্লাটফর্মে অংশগ্রহণ করেন।

কালের আলো/এসবি/এমএম