কলম্বিয়ায় স্কুলবাস দুর্ঘটনায় ৬ শিশু নিহত

প্রকাশিতঃ 2:50 pm | March 23, 2022

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলো:

কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলে স্কুল বাস দুর্ঘটনায় ছয় শিশু নিহত এবং ১৫ শিশু আহত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দেশটির আঞ্চলিক কর্মকর্তার বরাত দিয়ে এএফপি জানায়, তাদের বহন করা বাসটি খাড়া বাঁধ থেকে নিচে পড়ে যাওয়ায় এ হতাহতের ঘটনা ঘটে।

পার্বত্য সানটেন্ডার বিভাগের গভর্নর মৌরিসিও আগুইলার টুইটার বার্তায় বলেন, আমি লাগুনাডি অর্টিসেস-সান আন্দ্রেস সড়কে দুভাগ্যজনক স্কুল বাস দুর্ঘটনার খবর শুনেছি। সেখানে এ মর্মান্তিক ঘটনায় ছয় শিশু নিহত এবং আরও ১৫ জন আহত হয়েছেন।

মেয়র জোসে রোসেম্বার রোজাস বলেন, শিক্ষার্থীরা প্রত্যন্ত অঞ্চলের একটি স্কুল থেকে সান-আন্দ্রেস শহর কেন্দ্রে ফিরে যাওয়ার সময় বাসটি উল্টে খাড়া রাস্তার পাশে পড়ে গিয়ে হতাহতের এ ঘটনা ঘটে।

কালের আলো/এমএএইচ/জেআর