‘ঐক্যফ্রন্টের দাবি বিবেচনা করবে ইসি’

প্রকাশিতঃ 6:07 pm | November 14, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:

ঐক্যফ্রন্টের দাবি বিবেচনা করবে নির্বাচন কমিশন। ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এমন কথায় জানিয়েছেন বিএনপির মহাসচিব ও জাতীয় ঐক্যফ্রন্টের মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন তিন সপ্তাহ পেছানোর দাবি করেছি আমরা। এ ছাড়া খালেদা জিয়ার মুক্তি দাবিও করা হয়েছে। দাবিগুলো নির্বাচন কমিশন (ইসি) বিবেচনা করবে বলে অামাদের জানিয়েছে।

বুধবার(১৪ নভেম্বর) ইসির সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরা সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে কথা বলেছি। তারা বলেছে প্রতি কেন্দ্রে সেনা মোতায়েন করতে পারবে কিনা, তা ভেবে দেখবেন।

ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার জন্য আমরা বলেছি, নির্বাচন কমিশন জানিয়েছে, এই ভোটযন্ত্র কেবল সিটি করপোরেশনে সীমিত আকারে ব্যবহার করবে। একই সঙ্গে ইভিএম নিরাপদ নয় এটা যদি আমরা প্রমাণ করতে পারি, তবে তারা এটি ব্যবহার করবেন না বলেও জানিয়েছেন।

এছাড়া জনপ্রশাসন মন্ত্রণালয় ইসির অধীনে আনার বিষয়টি তারা বিবেচনা করবেন বলেও জানিয়েছেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, গায়েবি মামলা, হয়রানি বন্ধের বিষয়ে আমরা পুলিশকে নির্দেশনা দেওয়ার দাবি করলে সিইসি বলেন, শুধু রাজনৈতিক কারণে যেন হয়রানি না করা হয় সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন।

বিএনপি দলীয় কার্যালয়ে বুধবার যে ‘পুলিশি হামলা’ হয়েছে, সে বিষয়টি তুলে ধরা হলে নির্বাচন কমিশন দুঃখ প্রকাশ করেছে।

নির্বাচনী এজেন্টদের যাতে হয়রানি না করা হয়, সে বিষয়টি তারা নিশ্চিত করেছেন। এছাড়া কেন্দ্রে ভেতরে গিয়ে গণমাধ্যম যেন সরাসরি সম্প্রচার না করতে পারে সে সিদ্ধান্তের বিষয়ে তারা এখনো অনড়।

ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেন বলেন, আমার সংবিধান অনুসারে নির্বাচন কমিশনের সাংবাদিক দায়িত্ব পালনে জন্য বলেছি। তাদের সঙ্গে যে আলোচনা হয়েছে, তা সন্তোষজনক।

বৈঠকে ঐক্যফন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন, বিএনপির খন্দকার মোশারফ হোসেন, মওদুদ আহমদ, আবদুল মালেক রতন, কৃষক শ্রমিক জনতা লীগের কাদের সিদ্দিকী, গণফোরামের সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মুনটু, মোকাব্বির খান, নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না, এসএম আকরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়ার সুলতান মো. মনসুর আহমদ প্রমুখ অংশ নেন।

প্রসঙ্গত, পুনঃনির্ধারিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর, মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর এবং ভোটের দিন ৩০ ডিসেম্বর।

কালের আলো/এনএম