জাবেদ পাটোয়ারী আইজিপি, উচ্ছ্বাসের জোয়ার ইলিশের রাজধানীতে!

প্রকাশিতঃ 9:20 am | January 26, 2018

অ্যাক্টিং এডিটর, কালের আলো:

শরীয়তপুর থেকে পুলিশ বাহিনীর প্রধানের পদটি চলে গেলো পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর তীরবর্তী এলাকা চাঁদপুরে। এখানকার বাসিন্দাদের প্রধান সম্পদ রূপালি ইলিশ। ইলিশের রাজধানী হিসেবেই এতোদিন পরিচিত ছিল এ জেলা। কিন্তু এবার নতুন পরিচয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছে এ জেলার বাসিন্দারা।

চাঁদপুর সদরের মান্দারী গ্রামে জন্ম নেয়া তাঁদের সন্তান ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারী পুলিশের নতুন মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সাত সকালেই এমন খুশির খবর পেয়েছে এ জেলার বাসিন্দারা।

আর এ খবরে আনন্দের হিল্লোল পড়ে গেছে গোটা চাঁদপুরে। মিষ্টি বিতরণ হয়েছে সকাল-সন্ধ্যা। অভিনন্দন বার্তায় সরগরম হয়ে উঠেছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। ঠিক যেন ‘আহা কী আনন্দ, আকাশে-বাতাসে..।’

এমন আনন্দ সংবাদে পুরো জেলায় কেমন উচ্ছ্বাস চলছে তাঁর কিছুটা ঠাহর করা গেলো চাঁদপুর জেলা সদরে বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে জেলা পরিষদের এক বছর পূর্তি অনুষ্ঠানে। সেদিন মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি বিতরণ অনুষ্ঠানের মাইকে যখন এ সংবাদ ঘোষিত হলো তখন যেন আনন্দে আত্মহারা হয়ে পড়লেন সবাই। শুরু হলো উচ্ছ্বাস আর উল্লাস।

কেবল যে ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীই অভিনন্দন বার্তায় ভাসছেন বিষয়টি তেমন নয়। বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভাসছেন প্রশংসায়।

এক বাক্যে সবাই বলছেন, ‘আমরা গর্বিত এবং উচ্ছ্বসিত। আমাদের সন্তান পুলিশ প্রধান হয়েছেন। সরকার একজন ভাল, নিভৃতচারী দেশপ্রেমিক মানুষকে পুলিশ বাহিনীর প্রধান করেছেন। এজন্য বঙ্গবন্ধু কন্যা, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন।’

জেলার একাধিক ব্যক্তির সঙ্গে কথা বলে জানা গেছে, ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর আইজিপি হওয়ার সংবাদে জেলার দলমত নির্বিশেষে সবাই আনন্দিত ও গর্বিত। তাদের ভাষ্যে, জাবেদ পাটোয়ারী পুরো জেলার গর্ব।

চাঁদপুরের বিশিষ্ট সাংবাদিক ও দৈনিক ইনকিলাবের জেলা সংবাদদাতা বিএম হান্নান অনুভূতি জানিয়ে কালের আলোকে বলেন, ‘আমরা আনন্দিত। আমরা খুশি। গোটা চাঁদপুর জেলা এখন আনন্দে উদ্বেল।

এ অঞ্চলের বাসিন্দাদের দীর্ঘদিনের মনের প্রত্যাশা পূরণ করেছেন প্রধানমন্ত্রী। আমাদের সন্তান জাবেদ পাটোয়ারী’র হাত ধরেই ‘জনবান্ধব’ পুলিশ স্বচ্ছ ভাবমূর্তি বিনির্মার্ণে এগিয়ে যাবে’ প্রত্যাশা এ সংবাদকর্মীর কন্ঠে।

‘ড.মোহাম্মদ জাবেদ পাটোয়ারীর বাবা আব্দুল হালিম পাটোয়ারী ছিলেন ‘বঙ্গবন্ধু অন্ত:প্রাণ’ একজন মানুষ। নিজের সন্তানকেও তিনি একইভাবে গড়ে তুলেছেন। তাঁর মতো পরিবারের সবাই মুক্তিযুদ্ধের স্বপক্ষের মানুষ। এসব হিসাব-নিকাশ করেই প্রধানমন্ত্রী নতুন আইজিপি হিসেবে তাকে বেছে নিয়েছেন, এমন উচ্চারণ স্থানীয় মহামায়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আল মামুনের কন্ঠে।

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নে মান্দারী গ্রামে জন্মগ্রহণ করেন জাবেদ পাটোয়ারী। তাঁর বাবা আব্দুল হালিম পাটোয়ারী স্বাধীনতার আগে বিমানবাহিনীতে চাকরি করতেন। ৫ ভাই-বোনের মধ্যে জাবেদ পাটোয়ারীর অবস্থান দ্বিতীয়।

আরও পড়ুন: ছাত্র হলেন আইজিপি, আনন্দাশ্রু শিক্ষক শহীদুল্লাহ মাস্টারের চোখে!

নিজেদের পরিবারের সন্তান আইজিপি হয়েছেন, কেমন লাগছে, এমন প্রশ্নের উত্তরে আইজিপি জাবেদ পাটোয়ারীর মামাতো ভাই আলফু মিয়া দৈনিক কালের আলোকে বলেন, ‘অনেক ত্যাগ-তীতিক্ষার পর ভাই আইজিপি হয়েছেন। চাঁদপুরবাসীর জন্য সুখবর ও সম্মান বয়ে এনেছেন। কোন শব্দ বা বাক্যে এ আনন্দ অনুভূতি প্রকাশ করা কঠিন। আমরা প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।’
আইজিপি জাবেদ পাটোয়ারীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুক্রবার (২৬ জানুয়ারি) শাহ মোহাম্মদপুর ইউনিয়নের কয়েকটি মসজিদে মিলাদের আয়োজন করা হয়েছে বলেও জানান মামাতো ভাই আলফু মিয়া।

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার বাসিন্দা আল-আমীন। তিনি ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অ্যাডিশনাল এসপি)। নিজ এলাকার সন্তানের পুলিশ বাহিনীর সর্বোচ্চ পদে আসীন হবার খবর তাঁর কাছেও এসেছে খুশির বার্তা হয়ে।

দৈনিক কালের আলোকে তিনি বলেন, ‘আমার দেখা বাংলাদেশ পুলিশের একজন পেশাদার ও ডায়নামিক কর্মকর্তা হলেন নতুন আইজিপি। তিনি সৎ ও নিষ্ঠাবান। চাঁদপুরবাসী হিসেবে আমরা গর্বিত। তাঁর হাত ধরে বাংলাদেশ পুলিশ দুর্বার গতিতে এগিয়ে যাবে। তিনিই হবেন সেরাদের সেরা।’

আরও পড়ুন:  যেভাবে আইজিপি পদটি ড.জাবেদ পাটোয়ারী’র

 

# কালের আলো/এএ

Print Friendly, PDF & Email