‘উই মিস ইউ’ সাকিব-তামিম
প্রকাশিতঃ 6:13 pm | November 13, 2018

ক্রীড়া প্রতিবেদক, কালের আলো:
১৩ নভেম্বর ২০১৮, ১৬:৪০ | অনলাইন সংস্করণ
ক্রিকেটের লংগার ভার্সন টেস্ট সিরিজ মাঠে এসে দেখতে খুব কম মানুষই আগ্রহ দেখান। টি-টোয়েন্টির এই যুগে টেস্ট অনেকের কাছেই এখন বর্ণহীন এক খেলা। এর বাস্তব প্রমাণ মাঠের গ্যালারি। টি-টোয়েন্টি কিংবা ওয়ানডে হলে যেখানে গ্যালারিতে তিল ধারণের ঠাঁই থাকে না, সেখান টেস্টে মাঠের প্রায় সব আসনই ফাঁকা থাকে।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনের খেলা। সকাল সাড়ে ৯টায় যখন খেলা শুরু হয় গ্যালারিতে একটি কাকপক্ষীও ছিল না। সময় গড়ার সঙ্গে সঙ্গে আসতে থাকে দর্শক। পুরো গ্যালারিতে ছড়িয়ে-ছিটিয়ে বড়জোর হাজার দুয়েক দর্শক দেখা যায়।
তার মধ্যে ৮০ শতাংশই স্কুলের শিক্ষার্থী। জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার কারণে ক্লাস বন্ধ, তাই শিক্ষার্থীরা চলে এসেছে মাঠে। মোক্ষম সুযোগ ভালোভাবেই কাজে লাগিয়েছে ক্রিকেটের এ খুদে ভক্তরা। কথা হয় মিরপুর মর্ডান একাডেমি স্কুলের একদল শিক্ষার্থীর সঙ্গে। তারা জানায়, জেএসসি পরীক্ষার কারণে ক্লাস হচ্ছে না-তাই মাঠে এসেছে। তার মধ্যে জয় নামে একজন প্রথমবারের মতো মাঠে এসেছে।
স্কুলের শিক্ষার্থীদের মাঠে প্রবেশ করতে টিকিট লাগে না। স্কুল ড্রেস পরিহিত অথবা আইডি কার্ড থাকলেই প্রবেশ করতে পারবে তারা। এ জন্য বাংলাদেশ-জিম্বাবুয়ের এই টেস্ট সিরিজে দেখা মিলেছে কিছু দর্শকের। গ্যালারিতে পাঁচজনের একটি গ্রুপকে পাওয়া গেছে দুটি ব্যানার হাতে। একটি ব্যানারে লেখা ‘আমরা ভালবাসি বাংলাদেশি ক্রিকেটকে’, সাকিব-তামিমের ছবি সংবলিত অন্য ব্যানারটিতে লেখা ‘উই মিস ইউ।’
কথা হয় ওই গ্রুপটির এক সদস্যের সঙ্গে। তিনি জানান, ‘আমরা কাজ করি। নিউ মার্কেট থেকে আসছি। আমরা ব্যানার বানাই।’ আজ মঙ্গলবার, নিউ মার্কেট বন্ধ। তাদের ও কাজ নেই। তাই নিজেদের বানানো ব্যানার নিয়ে মিরপুর চলে এসেছেন খেলা দেখতে। সাকিব-তামিমের প্রতি দেখিয়েছেন নিজেদের ভালোবাসা। হয়তো এ দুজনকে ছাড়া তাদের বাংলাদেশেকে অসম্পূর্ণ লাগে।
সাকিব-তামিম দুজনেই এশিয়া কাপ থেকে মাঠের বাইরে। আছেন ইনজুরি থেকে ফেরার প্রক্রিয়ায়। তামিম ইকবাল অনুশীলন শুরু করেছেন। আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে দেখা যেতে পারে ব্যাট হাতে। অন্যদিকে সাকিবও সুস্থতার পথে। ওয়েস্ট ইন্ডিজ সফরে না ফিরলেও বছরের শুরুতে দেখা যেতে পারে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরে।
কালের আলো/এনএম