শুরুতেই তাইজুলের আঘাত
প্রকাশিতঃ 11:14 am | November 13, 2018

স্পোর্টস ডেস্ক, কালের আলো:
মিরপুর টেস্টের তৃতীয় দিন প্রথম ইনিংসে ব্যাটিং করছে জিম্বাবুয়ে। সকালের ২৯তম ওভারে নাইটওয়াচম্যান ডোনাল্ড টিরিপানোকে মেহেদী মিরাজের ক্যাচে পরিণত করেন স্পিনার তাইজুল ইসলাম।
তৃতীয় দিন খেলা শুরু হয় সকাল সাড়ে নয়টায়। জিম্বাবুয়ের স্কোর ৩১ ওভারে ৪৯/২। ক্রিজে আছেন ব্রায়ান চারি ও ব্র্যান্ডন টেইলর।
প্রথম দুই দিনে পিচ তেমন একটা না ভাঙায় স্পিনারদের জন্য এখনও সহায়ক হয়ে ওঠেনি। তৃতীয় দিন পিচ কিছুটা ভাঙবে বলে আশা মাহমুদউল্লাহ-মুশফিকদের। এটা হলে টার্ন পেতে শুরু করবেন স্পিনাররা। তাই জিম্বাবুয়ের ইনিংস দ্রুত গুটিয়ে দিতে তাইজুল ইসলাম ও মেহেদী মিরাজের ওপর ভরসা রাখছে বাংলাদেশ।
৪৭২ রানে পিছিয়ে রয়েছে হ্যামিল্টন মাসাকাদজার দল। ফলোঅন এড়াতে হলে আরও ২৭২ রান করতে হবে জিম্বাবুয়েকে।
উইকেটে সবুজ ঘাস থাকায় শুরুর দিন থেকেই সহায়তা পাচ্ছেন পেসাররা। আর্দ্রতার জন্য প্রথম দিন থেকেই সকালের সেশনে পেস বোলারদের কাছে ভুগতে হচ্ছে ব্যাটসম্যানদের।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ৩০৩/৫) ১৬০ ওভারে ৫২২/৭ ডিক্লে. (মুশফিক ২১৯*, মাহমুদউল্লাহ ৩৬, আরিফুল ৪, মিরাজ ৬৮*; জার্ভিস ২৮-৬-৭১-৫, চাটারা ২২.২-১২-৩৪-১, টিরিপানো ২৪.৪-৬-৬৫-১, রাজা ২২-১-১১১-০, উইলিয়ামস ৩০-৪-৮০-০, মাভুটা ৩১-১-১৩৭-০, মাসাকাদজা ২-০-৭-০)
জিম্বাবুয়ে ১ম ইনিংস: ২৯ ওভারে ২৫/১ (মাসাকাদজা ১৪, চারি ২৬*, টিরিপানো ৮, টেইলর ০*; মুস্তাফিজ ৬-৪-১১-০, খালেদ ৫-৩-৬-০, তাইজুল ৫-৪-৫-১, মিরাজ ২-১-২-০)
কালের আলো/এনএম