ভোটে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী রাষ্ট্রপতিপুত্র এমপি তৌফিক

প্রকাশিতঃ 8:13 pm | November 12, 2018

বিশেষ প্রতিবেদক, কালের আলো:

ভোটে নৌকা এবং নিজের জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী দেশের সফল রাষ্ট্রপতি আব্দুল হামিদের জেষ্ঠ্য পুত্র প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক। তিনি কিশোরগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র জমা দিয়েছেন।

সোমবার দুপুরে বিপুল সংখ্যক নেতাকর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে আ’লীগের ধানমন্ডির নির্বাচনী কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে তিনি দলীয় মনোনয়নপত্র জমা দেন।

ভোটের মাঠে জনপ্রিয় এমপি তৌফিক এরপর কথা বলেন কালের আলোর সঙ্গে। তিনি বলেন, দীর্ঘদিন যাবত বাবার পর কিশোরগঞ্জ-৪ আসনের বাসিন্দাদের সুখে-দু:খে পাশে রয়েছি। এলাকার উন্নয়নে সবোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করার চেষ্টা করেছি।

এমপি তৌফিক বলেন, কিশোরগঞ্জ-৪ তথা হাওরাঞ্চলীয় ইটনা, মিটামন, অষ্টগ্রামের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আমি কাজ করে যাচ্ছি। আমি আশাবাদি বঙ্গবন্ধুর আর্দশে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে হাওরবাসীর কল্যাণে বাকিটা জীবনও কাজ করে যেতে পারবো।

আল্লাহর রহমতে, হাওরবাসীর দোয়া ও সমর্থনে আওয়ামী লীগের ঐতিহ্যবাহী কিশোরগঞ্জ-৪ আসনে এবারও উন্নয়নের প্রতীক নৌকা বিজয়ী হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আসনটিতে স্থানীয় আ’লীগের সভাপতি নিজেও মনোনয়নপত্র জমা দিয়েছেন । তবে দলীয় নেতাকর্মী ও ভোটারদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছেন রাষ্ট্রপতির জেষ্ঠ্য সন্তান প্রকৌশলী রেজওয়ান আহাম্মেদ তৌফিক।

স্থানীয় নেতাকর্মীরা মনে করেন, হাওরাঞ্চলে উন্নয়নের স্বার্থে তাকে ফের নৌকা প্রতীক দেয়া হলে রেকর্ড ভোটে আসনটি তারা দলীয় প্রধানকে উপহার দিতে পারবেন।

কালের আলো/ওএইচ