‘চলতি বছরেই ফুলবাড়িয়ায় ঘরে ঘরে বিদুৎ পৌঁছাবে’

প্রকাশিতঃ 7:19 pm | November 07, 2018

সাকির আহম্মেদ খানঃ ফুলবাড়িয়ার সংসদ সদস্য আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন এডভোকেট এমপি রোববার দুটি শুভগ্রাম বিদ্যুতায়ন করেছেন।

তিনি উদ্বোধনকালে বলেছেন, ঘরে ঘরে বিদুৎ পৌঁছে দেয়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শ্লোগানের গুরুত্ব দিয়ে ফুলবাড়িয়ায় পুরাতন প্রায় ৮ শ কিলোমিটার বৈদ্যুতিক লাইন সংস্কার করে প্রায় ১৭ হাজার পুরাতন গ্রাহককে উন্নত সেবা প্রদান করা হয়েছে। শতভাগ বিদ্যুতায়নে ১ লাখ নতুন গ্রাহককে বিদ্যুত দেয়ার লক্ষে আড়াই হাজার কিলোমিটার নতুন বৈদতিক লাইন নির্মানের লক্ষ্যমাত্রা নিয়ে ৯০ ভাগ বিদুৎ উন্নয়ন কাজ সম্পন্ন।

চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ফুলবাড়িয়ায় ঘরে ঘরে বিদুৎ পৌঁছে যাবে বলে তিনি আশা করছেন।

তিনি আরো বলেন, এক দিকে উন্নয়নের কথা তুলে ধরতে হবে অপর দিকে বিএনপির দুঃশাসনের কথা বলতে হবে। আমাদের নির্বাচনী ওয়াদার বাইরেও আনেক উন্নয়ন হয়ছে তা বুঝিয়ে বলতে হবে জনগনের কাছে। এটা আমার কৃতিত্ব নয় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার। তাই আরেক বার দরকার শেখ হাসিনার সরকার। আসন্ন নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে।

ফুলবাড়ীয়া উপজেলার কালাদহ ইউনিয়নের বিদ্যানন্দ মধ্যপাড়া ও এনায়েতপুরের মৈশারচালা গ্রামে শুভগ্রাম বিদ্যুতায়ন কালে স্থানীয় আওয়ামীলীগ আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন, পল্লী বিদ্যুতের ডেপুটি জেনারেল ম্যানেজার অনিতা বর্ধন। বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগ সদস্য এডঃ ইমদাদুল হক সেলিম, জেলা পরিষদ সদস্য রুহুল আমীন, আওয়ামী লীগ নেতা, তাফাজ্জল হোসেন, সিরাজ-উদ-দৌল্লা মঞ্জু, কেরামত আলী, মোঃ মজিবুর রহমান খান, মুন্নাফ মাওলানা, হারুন অর রশিদ স্বেচ্ছাসেবক নেতা জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন প্রমুখ। উপজেলার পল্লী বিদ্যুতের জোনাল অফিস জানান, এ দুটি বিদ্যুতায়ন উদ্ভোধনে কালাদহ ও এনায়েতপুর ইউনিয়নে ১শ ৬৫ জন গ্রাহক নতুন বিদ্যুৎ সংযোগ পেয়েছে।

কালের আলো/ওএইচ