ম্যারাডোনাকে পেছনে রেখে মেসিকে সেরা ঘোষণা করলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট
প্রকাশিতঃ 3:31 pm | January 24, 2018
কালের আলো ডেস্ক:
বিশ্বে যেমন পেলে ও ম্যারাডোনা ভক্তদের তর্ক-বিতর্ক আছে কে সেরা? পেলে না ম্যারাডোনা? তেমনি নিজের দেশেই সেই বিতর্কের জালে জড়ালেন ম্যারাডোনা। আর সে দেশের প্রেসিডেন্টই ম্যারাডোনাকে পেছনে রেখে মেসিকে সেরা হিসেবে ঘোষণা করলেন।
আর্জেন্টিনার ইতিহাসে সেরা ফুটবলার কে? ব্যাপারটি নিয়ে বিতর্কের কোনো শেষ নেই। ফুটবলপ্রেমীদের নিরন্তর বিতর্কের উৎস এই প্রসঙ্গটি। কেউ মেসিকে আর আবার কেউ ম্যারাডোনাকে এগিয়ে রেখেছেন।
আর্জেন্টিনার নাগরিকরা হয়তো ম্যারাডোনাকেই এগিয়ে রাখবেন। কারণ, তিনিই দেশটির হয়ে জিতেছেন বিশ্বকাপ। সে হিসেবে মেসি বাকি সব জিতলেও দেশের জন্য যে কিছুই জিততে পারেননি। এতো কিছুর ধার ধারেন না স্বয়ং আর্জেন্টিনার প্রেসিডেন্ট মাওরিসিও মাক্রি।
তাইতো প্রেসিডেন্ট মাওরিসিও মাক্রি বলেছেন, “আর্জেন্টিনার ইতিহাসের সেরা তারকা লিওনেল মেসিই।”
২০১৮ বিশ্বকাপকে সামনে রেখে কূটনীতিক সফরে রাশিয়ায় পা রেখেছেন মাক্রি। সেখানেই ফুটবল নিয়ে নানা কথা বলেন তিনি। এক পর্যায়ে মেসি-ম্যারাডোনার তুলনা টানতে গিয়ে মেসিকেই সেরা বলেন আর্জেন্টাইন প্রেসিডেন্ট।
রাশিয়ার এক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে তিনি বলেন, “আমার কাছে মেসিই সেরা। আগের চেয়ে এখন ফুটবলে সেরা হওয়া অনেক কঠিন। এর অন্যতম কারণ ফুটবলের গতি এবং খেলার ধরণ।”