৮ নভেম্বর তফসিল ঘোষণা
প্রকাশিতঃ 8:01 pm | November 04, 2018

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
৮ নভেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণের মধ্য দিয়ে তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার ব্রি. জেনারেল (অব) শাহাদাত হোসেন।
রোববার (০৪ নভেম্বর) রাত সাতটায় রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার কেএম নূরুল হুদার কার্যালয়ে বৈঠক শেষে তিনি এ কথা জানান।
এরঅাগে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে বৈঠকটি শুরু হয়। অাজকের সভার বিষয়বস্তুর মধ্যে ছিল একাদশ জাতীয় নির্বাচনের তফসিল ও বিবিধ।
সভায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি)কে এম নূরুল হুদা ও নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, মো. রফিকুল ইসলাম, বেগম কবিতা খানম ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদৎ হোসেন চৌধুরী, অরিরিক্ত সচিব মোখলেসুর রহমান, যুগ্ন সচিব ফরহাদ অাহমেদ খান উপস্থিত ছিলেন।
এর আগে ৩ নভেম্বর ৩৮তম সভা অনুষ্ঠিত হয়। সভাটি প্রায় ৫ ঘণ্টা ধরে চলার পর মূলতবি ঘোষণা করা হয়।
কালের আলো/ওএইচ