ইবি “আলোড়িত ৩০”র ব্যাচ ডে উদযাপন
প্রকাশিতঃ 8:16 pm | January 23, 2018
ইবি সংবাদদাতা | কালের আলো:
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ( ইবি) “আলোড়িত ৩০” দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ব্যাচ ডে পালন করেছে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৩০তম ব্যাচ, ২০১৫-১৬ শিক্ষাবর্ষের সকল বিভাগের ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে গঠিত সংগঠন “আলোড়িত ৩০”।
সোমবার ৩০তম ব্যাচের ২য় বর্ষবরণ উপলক্ষ্যে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে র্যালী, কেক কাটা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফানুশ উৎসবের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যতগুলো ব্যাচ রয়েছে তার মধ্য অন্যতম হিসেবে নিজেকে পরিচয় করিয়েছে আলোড়িত ৩০। ২০১৭ সালের ৬ জানুয়ারি সিদ্ধান্ত গ্রহণ এবং ২৪ জানুয়ারি যাত্রা শুরু করে ইতোমধ্যেই নিজেদের কর্মকান্ড দ্বারা সবার মন জয় করেছে সংগঠনটি।
তাদের যোগ্যতার মাধ্যমে সময়ের সবথেকে প্রগতিশীল ব্যাচ হিসেবে গৌরবান্বিত হয়েছে। কখনও মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজনে, কখনও অসুস্থ শিক্ষার্থীর সাহায্যে আবার কখনও দরিদ্র ও পথ শিশুদের মাঝে শিক্ষা এবং বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণসহ নানা কল্যাণমূলক কাজে মানুষের পাশে আছে “আলোড়িত ৩০” ইসলামী বিশ্ববিদ্যালয় ।
শুধু সমাজ বা মানবসেবাতেই নয়, ২১ ফেব্রুয়ারি, ২৬ মার্চ, ১৬ ডিসেম্বরে রাস্তায় রাস্তায় আল্পনা, পহেলা বৈশাখ ও ক্যাম্পাসের প্রতিষ্ঠা বার্ষিকীতে আনন্দ র্যালিসহ উৎসবের জমকালো আয়োজনেও অগ্রণী ভূমিকা পালন করে চলছে তারা। শুধু বিশ্ববিদ্যালয়ের ভেতরেই আবদ্ধ নেই তাদের আলো পৌঁছে গেছে প্রান্তিক জনপদেও।
প্রত্যেক সদস্যই যেন এক একটি আলোকিত প্রদীপ শিখা। এই এগিয়ে চলা উদ্দীপনা জাগিয়েছে বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষার্থীর মাঝে। তাদের আলোয় আলোকিত এখন পুরো ১৭৫ একর এবং এর পার্শ্ববর্তী অঞ্চল। তাদের আশা এ আলো তারা ছড়িয়ে দিবে পুরো বাংলাদেশ তথা সারাবিশ্বে।
ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মাহফুজ রায়হান বলেন, “বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে যে দূরত্ব, সেইটা আমাদের এই কমিউনিটির মাধ্যমে দূর হয়েছে বলে আমি মনে করি, বিশেষ করে আমাদের ২০১৫-১৬ সেশনে, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি ব্যাচ একই ভাবে যদি এই কালচার ধরে রাখতে পারে তাহলে হয়তো বিশ্ববিদ্যালইয়ের পরিবেশ আরও নিরাপদ এবং শিক্ষার্থীদের জন্য অনুকূল হয়ে উঠবে”।
বায়োটেকনোলজি বিভাগের সিফাত বিন সাঈদ বলেন, ” আলোড়িত’৩০ গঠনের মূল উদ্দেশ্য ছিলো ২০১৫-১৬ শিক্ষাবর্ষ এর সকল শিক্ষার্থী এর মাঝে সৌহার্দপূর্ণ মনোভাব ও পরিচিতি গড়ে তোলা। আজ আমরা সেই উদ্দেশ্য বাস্তবায়নে পুরোপুরি সফল। ইবিতে সেশন ভিত্তিক আলোড়িত’৩০ ই প্রথম সংগঠন। ”
নাবিলা আফরিদা রাকা বলেন, “আলোড়িত’৩০ একটা পরিপূর্ণ ভালবাসা,একটা ছায়া যার তলে ২৫ টি বিভাগের ১৫-১৬ সেশনের সব শিক্ষার্থীরা একত্রিত হতে পেরেছে৷ এটা প্রত্যেকের মধ্যে বন্ধুত্বপূর্ণ ও সৌহার্দ্য পূর্ণ সম্পর্ক তৈরির চাবিকাঠি৷ ভালবাসার বন্ধনগুলো অটুট রাখার এক অনন্য মাধ্যম৷ বেঁচে থাকুক সকলের মনে, ভাল থাকুক এর মাধ্যমে গড়ে ওঠা মধুর সম্পর্কগুলো”৷