বাড্ডায় ট্রাফিক পুলিশের মাঝে ছাতা বিতরণ

প্রকাশিতঃ 6:17 pm | December 02, 2021

কালের আলো সংবাদদাতা:

রাজধানীর বাড্ডা ট্রাফিক জোনে ট্রাফিক পুলিশের ব্যবহারের জন্য ছাতা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০২ ডিসেম্বর) দূরন্ত বাইসাইকেলের সহযোগিতায় এবং ঢাকা রাউন্ড টেবিল এর আয়োজনে এসব ছাতা প্রদান করা হয়।

ছাতা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুলশান ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এ বি এম জাকির হোসেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাড্ডা ট্রাফিক জোনের সহকারী পুলিশ কমিশনার সুবীর রঞ্জন দাশ, স্পন্সর দূরন্ত বাই সাইকেল এর ব্র্যান্ড ম্যানেজার, সহকারী ব্র্যান্ড ম্যানেজার শেখ সাঈদ হোসেন ও ঢাকা রাউন্ড টেবিলের চেয়ারম্যান আসিফ মাহমুদ সাকিব, সদস্য- এজাজ মাহমুদ রনি, সিফাত উদ্দিন বেগ, রায়হান আজহার, মাহমুদ আল ওয়াহিদ ইসাদ ও ফাহদ ইসলাম চৌধুরী প্রমুখ।

কালের আলো/এসবি/এমএম