রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা নির্মাণ কাজের উদ্বোধন

প্রকাশিতঃ 6:07 pm | December 01, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলো:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ভৌত সুরক্ষা ব্যবস্থা (পিপিএস) নির্মাণ প্রকল্প কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (০১ ডিসেম্বর) পাবনার ঈশ্বরদীতে অবস্থিত রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প এলাকা এ কাজের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল ষ্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল আতাউল হাকিম সারওয়ার হাসান এবং রাশান স্টেট কর্পোরেশন রোসাটমের বৈদেশিক প্রকল্প প্রধান জনাব রুসলান বাইচুরিন।

আগামী ১০০ বছরের নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে বহুস্তরের নিরাপত্তাবলয় নির্মাণের মাধ্যমে নিরাপদ ও সুরক্ষিত বিদ্যুৎ উৎপাদনে সহায়ক পরিবেশ নিশ্চিত করাই এ প্রকল্পের উদ্দেশ্য।

বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের তত্ত্ববধানে, পারমাণবিক নিরাপত্তা ও ভৌত সুরক্ষা ব্যবস্থা সেল (এনএসপিসি), বাংলাদেশ সেনাবাহিনীর ব্যবস্থাপনায় জেএসসি এলেরন (JSC Eleron), রাশান ফেডারেশন কর্তৃক প্রকল্পটির নির্মাণ করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য সামরিক ও অসামরিক কর্মকর্তারা এবং বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

কালের আলো/এসবি/এমএম

Print Friendly, PDF & Email