টাঙ্গাইলে নির্বাচনী সহিংসতায় একজন নিহত

প্রকাশিতঃ 8:39 pm | November 26, 2021

কালের আলো সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে দপ্তিয়র ইউনিয়নের পাইকেলে দুই গ্রুপের গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় তোতা মিয়া নামে একজন নিহত হয়েছেন।এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন আরও পাঁচজন।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় নাগরপুর উপজেলার দপ্তিয়র ইউনিয়নের পাইকেল গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ২৮ নভেম্বর ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থকদের মাঝে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তোতা শেখ নামের এক সমর্থকের মাথায় আঘাত করলে তিনি ঘটনাস্থলেই নিহত হন। এ সময় গুলিবিদ্ধসহ অন্তত ৫ জন আহত হন। পরে উভয়পক্ষ কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। এতে এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে দৌলতপুর থানার ওসি (তদন্ত) মজিবুর রহমান জানান, একজন মারা গেছেন। আহত অপরজনকে গুরুতর অবস্থায় মানিকগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

কালের আলো/টিআরকে/এসআইএল