নির্ধারিত সময়ে হজের প্রস্তুতিমূলক কার্যক্রম শেষ করার তাগিদ

প্রকাশিতঃ 8:33 pm | November 21, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয়, বিভাগ, দফতর ও সংস্থাকে নির্ধারিত সময়ের মধ্যে নিজ নিজ কার্যক্রম শেষ করার তাগিদ দিয়েছেন।

রোববার (২১ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সভাকক্ষে পবিত্র হজ ২০২২ পরিচালনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় বৈঠক তিনি তাগিদ দিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, করোনাভাইরাস মহামারি পরিস্থিতির কারণে ২০২০ এবং ২০২১ সালে সৌদি আরবের বাইরের দেশ থেকে কেউ সেখানে যেতে পারেননি। বর্তমানে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় পবিত্র ওমরাহ্‌ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে বিপুল সংখ্যক ওমরাহ যাত্রী সৌদি সরকারের স্বাস্থ্যবিধি ও অন্যান্য শর্তাবলি পালন সাপেক্ষে ওমরাহ পালন করছেন জানিয়ে তিনি বলেন, সার্বিক পরিস্থিতি অনুকূলে থাকলে চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ৮ জুলাই পবিত্র হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশি হজ যাত্রীরা হজে অংশগ্রহণ করবেন।

এ বিষয়ে সৌদি-বাংলাদেশ হজ চুক্তির পর বিস্তারিত বলা সম্ভব হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

তিনি বলেন, আগামী হজ সুন্দরভাবে পরিচালনার লক্ষ্যে হজের অনেক কার্যক্রমের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে হবে।

তার অনুরোধে সৌদি সরকার বাংলাদেশ থেকে সিনোভ্যাক/সিনোফার্মা টিকা গ্রহণকারী ওমরাহ যাত্রীরা বুস্টারডোজ ছাড়াই ওমরাহ্ পালন করতে পারবেন বলেও জানান মো. ফরিদুল হক খান।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কাজী এনামুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় বৈঠকে ধর্ম, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন, স্বাস্থ্য, তথ্য, সিভিল এভিয়েশন, স্বাস্থ্য অধিদফতর, হজ অফিস, ঢাকা ও জেদ্দা, পাসপোর্ট, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি), সোনালি ব্যাংক, ইসলামিক ফাউন্ডেশন ও হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশসহ (হাব) বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, দফতর, সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

কালের আলো/টিআরকে/এসআইএল