বাংলাদেশি ২২ জেলেকে ফেরত দিল মিয়ানমার নৌবাহিনী
প্রকাশিতঃ 1:36 pm | November 21, 2021

কালের আলো সংবাদদাতা:
বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের পূর্ব সমুদ্র উপকূলে মিয়ানমার নৌবাহিনীর হাতে আটক ৪টি মাছ ধরার ট্রলারসহ ২২ জন জেলে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহায়তায় ফিরে এসেছে।
শনিবার (২০ নভেম্বর) রাতে এসব জেলেদের মুক্ত করে দেওয়া হয়।
বিজিবি টেকনাফ -২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান জানান, মিয়ানমার নৌ-বাহিনী শনিবার গভীর রাতে চারটি ট্রলারসহ ২২ জেলেকে ছেড়ে দেয়। পরে জেলেরা সবাই সেন্টমার্টিনে ফিরে যার যার বাড়ি চলে যায়।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নুর আহমদ জানিয়েছেন, শনিবার রাত ৯টার দিকে মিযানমার নৌবাহিনী তাদেরকে ছেড়ে দেয়। পরে তারা সেন্টমার্টিন এসে পৌঁছায়। জলসীমা অতিক্রম করা এই ৪ ট্রলারের মালিক সেন্টমার্টিনের মোহাম্মদ আজিম, নুরুল আমিন, হোসেন আহমদ ও মোহাম্মদ ইউনুস। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমার জলসীমায় চলে যাওয়ায় এসব জেলেকে আটক করে রাখে মিয়ানমার নৌবাহিনী।
কালের আলো/টিআরকে/এসআইএল