আফগানিস্তানে জুমার নামাজে বোমা হামলা, নিহত ৩

প্রকাশিতঃ 5:56 pm | November 12, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ

আফগানিস্তানে জুম্মার নামাজ চলাকালে সুন্নি নিয়ন্ত্রিত একটি মসজিদে বোমা বিস্ফোরণে অন্তত তিনজন মুসল্লি নিহত হয়েছেন। ভয়াবহ এ বিস্ফোরণে আহত হয়েছেন মসজিদে নামাজ পরিচালনা করা ইমামসহ কমপক্ষে ৩৫ জন।

শুক্রবার (১২ নভেম্বের) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে দেশটির পূর্বাঞ্চলীয় নানগারহর প্রদেশের ‘স্পিন ঘর’ জেলার একটি মসজিদে এ হামলার ঘটনা ঘটে।

তালেবানের এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে ওই হামলার বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, জুমার নামাজের সময় সিন গড় জেলার একটি মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সেখানে বেশ কয়েকজন হতাহতও হয়েছে।

এ পর্যন্ত তিনজনের মৃত্যু ও ১৫ জনের আহত হওয়ার বিষয়টি স্থানীয় একটি হাসপাতালের চিকিৎসক বার্তা সংস্থা এএফপিকে নিশ্চিত করেছে।

নানগারহরে ২০১৫ সালে ইসলামিক স্টেটের (আইএস) আফগান শাখা আত্মপ্রকাশ করেছে। চলতি বছরের আগস্টে তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর ওই প্রদেশে বেশ কয়েকটি রক্তক্ষয়ী হামলার পেছনে আইএসের হাত হয়েছে। চলতি মাসের শুরুর দিকে রাজধানী কাবুলের সামরিক হাসপাতালে আইএসের হামলায় ১৯ জন নিহত ও ৫০ জনের বেশি মানুষ আহত হন।

এ ছাড়া তালেবান দ্বিতীয় দফায় ক্ষমতা দখলের পর দেশটির সংখ্যালঘু শিয়া মসজিদে জুমার নামাজ চলাকাল দুই দফায় পৃথক হামলায় ১২০ জনের বেশি মানুষ নিহত হন।

কালের আলো/টিআরকে/এসআইএল