জুলাই স্মৃতিস্তম্ভ উদ্বোধনের জন্য নারায়ণগঞ্জে আসছেন ৬ উপদেষ্টা

প্রকাশিতঃ 10:59 am | July 14, 2025

নারায়ণগঞ্জ প্রতিবেদক, কালের আলো:

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’ উদ্বোধনের জন্য নারায়ণগঞ্জে আসছেন অন্তর্বর্তীকালীন সরকারের ছয় উপদেষ্টা।

সোমবার (১৪ জুলাই) বিকেল ৩টায় শহরের হাজিগঞ্জ নতুন রাস্তা এলাকায় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ‘জুলাই শহীদ স্মৃতি স্তম্ভ উদ্বোধন’ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো. আলমগীর হোসাইন।

উপদেষ্টারা হলেন— আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল, শিল্প মন্ত্রণালয় এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান, যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

অতিরিক্ত জেলা প্রশাসন (সার্বিক) মো. আলমগীর হোসাইন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভ’ নির্মাণ করা হচ্ছে। যার মধ্যে প্রথম স্মৃতিস্তম্ভ নারায়ণগঞ্জে নির্মাণ করা হয়েছে। সেই প্রথম স্মৃতিস্তম্ভ উদ্বোধন করতে সোমবার নারায়ণগঞ্জে আসবেন অন্তর্বতী সরকারের ছয়জন উপদেষ্টা।

কালের আলো/এমডিএইচ