প্রধান বিচারপতি নিয়োগে রাজনৈতিক ঐকমত্য, তবে…
প্রকাশিতঃ 6:19 pm | July 13, 2025

নিজস্ব প্রতিবেদক, কালের আলো:
আপিল বিভাগের বিচারকদের মধ্যে কর্মে জ্যেষ্ঠতম বিচারপতিকে প্রধান বিচারপতি নিয়োগে ঐকমত্য হয়েছে রাজনৈতিক দলগুলো। তবে আগামী নির্বাচনের ইশতেহারে কোনো দল যদি জ্যেষ্ঠতম দু’জন থেকে একজনকে প্রধান বিচারপতি নিয়োগের প্রতিশ্রুতি দেয় এবং ওইদল বিজয়ী হলে তা করতে পারবে। বিধানটি যুক্ত করার বিষয়েও একমত দলগুলো।
রোববার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের ১২তম দিনে দুপুরের বিরতির পর এই ঐকমত্যে পৌঁছায় দলগুলো।
কমিশনের প্রস্তাবে বলা হয়, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের বিদ্যমান ব্যবস্থা পরিবর্তনের ব্যাপারে ঐকমত্য হয়েছে। রাষ্ট্রপতি আপিল বিভাগের বিচারপতিদের মধ্যে থেকে প্রধান বিচারপতি নিয়োগ হবে।
এদিন সকালে জরুরি অবস্থা ঘোষণার বিষয় আলোচনা শেষে প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা হয়। সেখানে আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারককে পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব করে জামায়াত, এনসিপিসহ কয়েকটি দল। বিএনপিসহ ছয়টি দল আপিল বিভাগের জ্যেষ্ঠতম দুই বিচারপতির একজনকে প্রধান বিচারপতি নিয়োগের প্রস্তাব করে। দুপুরের বিরতির আগে ঐকমত্য ছাড়াই আলোচনা শেষ হয়। তত্ত্বাবধায়ক সরকার প্রস্তাব নিয়ে আলোচনা শুরু হয়।
দুপুরের বিরতির পরে আবারও প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আলোচনা শুরু হয়। সেখানে কমিশনের পক্ষ থেকে বলা হয় আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠতম বিচারক পরবর্তী প্রধান বিচারপতি হবেন। তবে কোনো দল যদি তাদের নির্বাচনের ইশতেহারের কর্মে দু’জন থেকে একজন নিয়োগ করবেন, তারা বিজয়ী হলে তা করতে পারবে।
এতে একমত প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ বলেন, জ্যেষ্ঠতম বিচারককে আপনি পরবর্তী প্রধান বিচারপতি নিয়োগ করবেন, তা মানি৷ তবে বিএনপি নোট অব ডিসেন্ট (আপত্তি হলো) আমাদের নির্বাচনী ইশতেহার যা রাখা হবে, তা হলো কর্ম জ্যেষ্ঠতম দু’জন থেকে একজনকে প্রধান বিচারপতি করা হবে।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, আমাদের দলীয় অবস্থান হলো আপিল বিভাগের জ্যেষ্ঠতম বিচারকই হবেন পরবর্তী প্রধান বিচারপতি। এরপর কেউ তাদের নির্বাচনী ইশতেহার দু’জন থেকে একজনকে রাখার কথা বলে। সেক্ষেত্রে জনগণ সুপারসিড চাইলে আমরা মানব।
পরে কমিশনের পক্ষ থেকে এ বিষয়ে ঐকমত্যের ঘোষণা করা হয়। তাতে বলা হয়, আপিল বিভাগের কর্মে জ্যেষ্ঠ বিচারকের বিরুদ্ধে অসদাচরণ বা অসামর্থ্যের অভিযোগের কারণে সংবিধানের ৯৬ অনুচ্ছেদের অধীনে কোনো তদন্ত প্রক্রিয়া চলমান না থাকলে, রাষ্ট্রপতি তাকে প্রধান বিচারপতি নিয়োগ করবেন।
কালের আলো/এসএকে