ময়মনসিংহে ২৪ ঘণ্টায় তিন শিশুর মরদেহ উদ্ধার

প্রকাশিতঃ 10:30 pm | July 13, 2025

ময়মনসিংহ প্রতিবেদক, কালের আলো:

ময়মনসিংহে ২৪ ঘণ্টায় পৃথকভাবে জেলার দুটি উপজেলায় পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। এছাড়াও সাপের কামড়ে ভালুকা উপজেলায় জাহাঙ্গীর আলম তুষার (২৫) নামে এক যুবক মারা গেছে। রোববার (১৩ জুলাই) দুপুরে জেলার ভালুকা ও সদর উপজেলার পৃথক স্থান থেকে এই ৩ শিশুর মৃতদেহ উদ্ধার করে স্থানীয়রা।

নিহতরা হলো, সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কাউয়ালটি নামাপাড়া গ্রামের আরিফ রব্বানীর ছেলে হোসাইন (৫) এবং একই গ্রামের আসাদুজ্জামানের ছেলে রেজোয়ান হোসেন (৬)। তারা শনিবার থেকে নিখোঁজ ছিল বলে জানিয়েছে কোতোয়ালি মডেল থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সাদ্দাম।

তিনি আরও জানান, নিহত শিশু হোসাইন ও রেজোয়ান গতকাল থেকে নিখোঁজ ছিল। খোঁজাখোঁজি করেও তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। পরে রোববার দুপুরে বাড়ির পাশে ডোবার পাড়ে জুতা পড়ে থাকতে দেখে ডোবা থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। এ ঘটনার খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ বলা যাবে।

একই ধরনের ঘটনা ঘটেছে জেলার ভালুকা উপজেলার উথুরা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় ইউপি সদস্য গোলাম মোহাম্মদ কিবরিয়া জানান, শনিবার দুপুর থেকে থেকে মরচী গ্রামের হাফিজুল ইসলামের মেয়ে মীম আক্তার (৭) বাড়ি থেকে নিখোঁজ ছিল। পরে সম্ভাব্য সব জায়গায় খুঁজেও মীমের কোনো সন্ধ্যান মেলেনি। এরপর বাড়ির পাশের ডোবা থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

এছাড়াও জেলার ভালুকা উপজেলার পাড়াগাঁও গ্রামের মো. আবুল হোসেনের ছেলে জাহাঙ্গীর আলম তুষার (২৫) সাপের কামড়ে নিহত হয়েছেন। গত রাতে এই ঘটনা ঘটে।

নিহতের চাচাতো ভাই সাংবাদিক আওলাদ রুবেল বলেন, ঘটনার সময় জাহাঙ্গীর আলম তুষার নিজ ব্যবসা প্রতিষ্ঠান জাহাঙ্গীর স্টোরে কাজ করছিলেন। এসময় দোকানের ক্যাশবাক্সের নিচ থেকে একটি বিষধর সাপ বেরিয়ে তার ডান পায়ে কামড় দেয়। জাহাঙ্গীর স্বচক্ষে সাপ দেখতে পেয়ে আশপাশের লোকজনকে ডেকে তাকে সাপে কামড় দেওয়ার বিষয়টি জানায়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রসঙ্গত, নিহত জাহাঙ্গীর ৮ মাস আগে বিয়ে করেছিল। এ ঘটনায় নিহতের স্বজনদের মধ্যে আহাজারি সৃষ্টি হয়েছে।

কালের আলো/এসএকে