ছয় দিন পর ডিএসইতে সূচকের পতন, কমেছে লেনদেনও

প্রকাশিতঃ 6:40 pm | July 13, 2025

কালের আলো ডেস্ক:

টানা ছয় দিন ঊর্ধ্বমুখী থাকার সপ্তাহের প্রথম কর্মদিবসে রোববার (১৩ জুলাই) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জেরে (ডিএসই) প্রধান মূল্যসূচক কমেছে। কমেছে লেনদেনের পরিমাণও।

এদিন দাম বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের। কিন্তু অধিকাংশ ব্যাংকের শেয়ারের দাম কমায় মূল্যসূচকের পতন হয়েছে।

লেনদেন শেষে ডিএসইতে সব খাত মিলিয়ে দাম বাড়ার তালিকায় ছিল ১৭৭টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট। বিপরীতে দাম কমেছে ১৭০টির। আর ৫৫টির দাম অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে তালিকাভুক্ত ২৪টি ব্যাংকের শেয়ার দাম কমার বিপরীতে মাত্র সাতটি ব্যাংকের শেয়ার দাম বেড়েছে।

ফলে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ৫ হাজার ৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। অন্য দুই সূচকের মধ্যে ডিএসই শরিয়াহ সূচক আগের দিনের তুলনায় ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১০৩ পয়েন্টে অবস্থান করছে। আর ডিএস-৩০ সূচক আগের দিনের তুলনায় দশমিক শূন্য ৪ পয়েন্ট কমে ১ হাজার ৯০৮ পয়েন্টে দাঁড়িয়েছে।

প্রধান মূল্যসূচক কমার পাশাপাশি ডিএসইতে লেনদেনের পরিমাণও কিছুটা কমেছে। এদিন ৬৬৫ কোটি ৯৯ টাকার লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয় ৬৭৯ কোটি ২ টাকার। লেনদেন কমেছে ১৩ কোটি ৩ লাখ টাকা।

এ ছাড়া দেশের অন্য শেয়ারবাজার সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই বেড়েছে ৪৭ পয়েন্ট। বাজারটিতে লেনদেনে অংশ নেওয়া ২১৫ প্রতিষ্ঠানের মধ্যে ১০৮টির দাম বেড়েছে। দাম কমেছে ৮৪টির এবং ২৩টির দাম অপরিবর্তিত রয়েছে। লেনদেন হয়েছে ৬ কোটি ৫৯ লাখ টাকা। আগের কার্যদিবসে লেনদেন হয় ১৪ কোটি ৭১ লাখ টাকা।

কালের আলো/এমডিএইচ