প্রেমিককে নিয়ে মিলান ঘুরলেন মালাইকা
প্রকাশিতঃ 3:53 pm | October 26, 2018

শোবিজ ডেস্ক, কালের আলো:
বলিউড অভিনেত্রী মালাইকা আরোরা। আইটেমকন্যা হিসেবে বেশ জনপ্রিয় তিনি। আপাতত ব্যস্ত আছেন ‘ইন্ডিয়াস গট ট্যালেন্ট’র বিচারকের কাজ নিয়ে। সেই সঙ্গে প্রেমিক অর্জুন কাপুরের সঙ্গে চুটিয়ে প্রেমও করে যাচ্ছেন মালাইকা।
গত ২৩ অক্টোবর ছিলো বলিউডের এই অভিনেত্রীর ৪৫তম জন্মদিন। বিশেষ এই দিনটি উদযাপনের জন্য মিলান গিয়েছেন মালাইকা। এই সফরে তার সঙ্গে গিয়েছিলেন প্রেমিক অর্জুন কাপুরও।
প্রেমিকার জন্মদিন পালনের জন্য গত ২২ অক্টোবর মিলানের উদ্দেশ রওনা দিয়েছিলেন অর্জুন। দু’জনকে মুম্বাই বিমানবন্দরে ক্যামেরাবন্দিও করে আলোকচিত্রীরা। কিন্তু কেউ যাতে কোনো সন্দেহ না করে সে কারণে আলাদা সময়ে বিমানবন্দর এসেছিলেন তারা। তবে এই তারকা জুটি নাকি একই বিমানে করে মিলান গিয়েছেন।
কালের আলো/ওএইচ