এবার লঞ্চ বন্ধের ঘোষণা মালিকদের

প্রকাশিতঃ 5:46 pm | November 06, 2021

নিজস্ব সংবাদদাতা, কালের আলোঃ

জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে পরিবহন ধর্মঘটের মধ্যে এবার লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা এলো। জানা গেছে, লঞ্চের ভাড়া শতভাগ বাড়ানোর দাবিতে এবার ধর্মঘট শুরু করেছেন লঞ্চ মালিকরা।

শনিবার (৬ নভেম্বর) বিকেলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সিনিয়র ভাইস চেয়ারম্যান বদিউজ্জামান বাদল বলেন, ‘আমরা ভাড়া বাড়ানোর প্রস্তাব দিয়েছিলাম। সরকার এতে সাড়া দেয়নি। কথা ছিল দুপুরের মধ্যে আমাদের ডেকে সিদ্ধান্ত নেওয়া হবে। কিন্তু সেটা হয়নি। মালিকরা বলছেন, লস দিয়ে তারা আর লঞ্চ চালাবেন না। সদরঘাটের টার্মিনাল থেকে সব লঞ্চ সরিয়ে নেওয়া হচ্ছে।

এর আগে গতকাল নৌযান মালিক সমিতির পক্ষ থেকে প্রতি ১শ কিলোমিটার লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে প্রস্তাবনা দিয়ে চিঠি পাঠিয়েছে লঞ্চ মালিক সমিতি

এর আগে গতকাল নৌযান মালিক সমিতির পক্ষে থেকে প্রতি ১শ কিলোমিটার লঞ্চের ভাড়া দ্বিগুণ করার দাবি জানিয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কাছে প্রস্তাবনা দিয়ে চিঠি পাঠিয়েছে লঞ্চ মালিক সমিতি।

গতকাল শুক্রবার (৫ নভেম্বর) সন্ধ্যায় ভাড়া দ্বিগুণের দাবিতে বিআইডব্লিউটিএ প্রস্তাবনা পাঠানো হয়েছে।

মাহাবুব উদ্দিন বলেন, ডিজেলের দাম বাড়ার কারণে আমরা লঞ্চ ভাড়া শতভাগ বাড়াতে চাই। এজন্য একটি প্রস্তাবনাযুক্ত চিঠি অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। এখন তাদের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল (যাপ) সংস্থা বিআইডব্লিউটিএ চেয়ারম্যান বরাবর পাঠানো প্রস্তাবে বলা হয়, ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে বর্তমান ভাড়ার উপর ১০০ কিলোমিটার পর্যন্ত ১.৭০ টাকার স্থলে ৩.৪০ এবং ১০০ কিলোমিটারের ঊর্ধ্বে ১.৪০ টাকার স্থলে ২.৮০ টাকা নির্ধারণ করার দাবি জানান।

প্রস্তাবনায় বলা হয়, যেহেতু জ্বালানি তেলের মূল্য প্রতি ১৫ টাকা বৃদ্ধি পেয়েছে এবং ইতিমধ্যে স্টিল ও অন্যান্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে সেহেতু ব্যবসায় টিকে থাকার লক্ষ্যে বর্তমান ভাড়ার উপর ১শ কিলোমিটার পর্যন্ত ১.৭০ টাকার পরিবর্তে ৩.৪০ টাকা ও ১শ কিলোমিটারের ঊর্ধ্বে ১.৪০ টাকার স্থলে ২.৮০টাকা নির্ধারণ করার জন্য বলেন।

কালের আলো/টিআরকে/এসআইএল