যুক্তরাষ্ট্রে গানের অনুষ্ঠানে হুড়োহুড়িতে ৮ মৃত্যু, বহু আহত
প্রকাশিতঃ 2:45 pm | November 06, 2021

আন্তর্জাতিক ডেস্ক, কালের আলোঃ
যুক্তরাষ্ট্রে এটেক্সাস অঙ্গরাজ্যের হৌস্টনে একটি গানের অনুষ্ঠানের প্রথম দিনে হুড়োহুড়িতে ৮ জনের মৃত্যু হয়েছে। বেশ কয়েকজন আহতও হয়েছেন।
জরুরি বিভাগের কর্মকর্তারা বলেন, ট্রাভিস স্কট অ্যাস্ট্রোওয়ার্ল্ড ফেসটিভালে মঞ্চের সামনে ভিড় বাড়তে থাকায় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
আতঙ্কের মধ্যে অন্তত ১১ জনের হার্ট অ্যাটাক হয়। এদেরকে হাসপাতালে নেয়া হলে ৮ জন মারা যান। ওই অনুষ্ঠানে ৫০ হাজারের বেশি দর্শক উপস্থিত হয়েছিলেন।
হুড়োহুড়ি করতে গিয়ে আহত হয়েছেন অন্তত ৩০০ জন। হোস্টনের অগ্নিনিরাপত্তা বিভাগের প্রধান স্যামুয়েল পেনা বলেন, স্থানীয় সময় শুক্রবার রাত ৯টা ১৫ মিনিটে এ ঘটনা ঘটে।
সাংবাদিকদের তিনি বলেন, ‘দর্শকরা মঞ্চের সামনের দিকে চাপাচাপি করে এগোতে থাকেন। এ সময় লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।’ তিনি বলেন, লোকজন আহত হওয়ার পর আতঙ্ক আরও বাড়তে থাকে।
কালের আলো/টিআরকে/এসআইএল